জবিতে ইভিনিং কোর্স চালু

প্রকাশ | ২৮ জুলাই ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগে 'ইভিনিং মাস্টার্স ইন ইনভারমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট' কোর্স চালু হয়েছে। ২৬ জুলাই প্রোগ্রামটির ১ম ব্যাচের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশ বিভাগে 'ইভিনিং মাস্টার্স ইন ইনভারমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট'-এর ডিরেক্টর ও অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মলিস্নক আকরাম হোসেন।