চুয়েটে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ২৮ জুলাই ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির (আইইটি) আয়োজনে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ' প্রোসপেক্টস অব ইলেকট্রিক ভেহিক্যাল্‌স ফর ডিজিটাল বাংলাদেশ' (ঝবসরহধৎ ড়হ চৎড়ংঢ়বপঃং ড়ভ ঊষবপঃৎরপ ঠবযরপষবং ভড়ৎ উরমরঃধষ ইধহমষধফবংয) শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। আইইটির পরিচালক প্রফেসর ড. মো. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। \হসেমিনারে কী-নোট স্পিকার ছিলেন ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের (টহরাবৎংরঃু ড়ভ ডধৎরিপশ) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. অনুপ বারই (উৎ. অহঁঢ় ইধৎধর)। তৌফিকুল আলম ও জুয়েল শিকদারের যৌথ সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইটির গবেষণা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. সৈয়দ আবু নাহিয়ান। এতে আইইটির স্নাতকোত্তর পর্বের প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।