জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

শরৎকালে এ দেশে কৃষকেরা-

প্রকাশ | ০১ আগস্ট ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
বঙ্গভূমির প্রতি ৮। অমৃত-হ্রদে কে পড়লেও গলে না? ক. মানুষ খ. মৌমাছি গ. মক্ষিকা ঘ. মাছি সঠিক উত্তর : গ. মক্ষিকা ৯। 'বঙ্গভূমির প্রতি' কবিতায় কাকে ডরানোর কথা বলা হয়েছে? ক. শমন খ. বিধাতা গ. জন্মভূমি ঘ. শ্যামা সঠিক উত্তর : ক. শমন ১০। মন্দির কী? ক. খাবার ঘর খ. কুঁড়ে ঘর গ. দালান ঘর ঘ. উপাসনালয় সঠিক উত্তর : ঘ. উপাসনালয় ১১। শরৎকালে এ দেশে কৃষকেরা- ক. ফসল বপন করে খ. ফসল কাটে গ. নবান্ন উৎসব করে ঘ. নতুন গান করে সঠিক উত্তর : খ. ফসল কাটে ১২। কবির কী নেই বলে মনে হয়েছে- ক. গুণ খ. সম্পদ গ. প্রিয় মানুষ ঘ. স্বজন সঠিক উত্তর : ক. গুণ ১৩। কবি সর্বজনে সেবা করেন- ক. গির্জায় খ. মন্দিরে গ. মনের মন্দিরে ঘ. হৃদয়ে সঠিক উত্তর : গ. মনের মন্দিরে ১৪। দৈবের বশে জীব-তারা খসে যাওয়ার কথা বলেছেন- ক. নিজ দেশে খ. বিদেশে গ. বন্দরে ঘ. প্রবাসে সঠিক উত্তর : ঘ. প্রবাসে ১৫। কবি তার মায়ের কাছে কী বর আশা করেছেন? ক. ভালো বর খ. মন্দ বর গ. সুবর ঘ. মধু বর সঠিক উত্তর : গ. সুবর ১৬। 'বঙ্গভূমির প্রতি' কবিতায় কবি তাদের মনোভাব তুলে ধরেছেন, যারা- র. মাতৃভূমি ছেড়ে প্রবাসী হন রর. স্বদেশকে মা মনে করেন ররর. স্বদেশের স্মৃতিতে বেঁচে থাকতে চান নিচের কোনটি সঠিক? ক. ররর খ. রর ও ররর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. রর ও ররর ১৭। কবিতা কিসের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে? ক. মায়ের ক. বাবার গ. স্বদেশের ঘ. বিদেশের সঠিক উত্তর : গ. স্বদেশের ১৮। 'বঙ্গভূমির প্রতি' কবিতায় 'খেদ' শব্দের অর্থ কী? ক. আক্ষেপ খ. আনন্দ গ. প্রার্থনা ঘ. ভুল সঠিক উত্তর : ক. আক্ষেপ ১৯। 'বঙ্গভূমির প্রতি' কবিতায় ব্যবহৃত 'নীর' শব্দের সমার্থক নয় কোনটি? ক. পানি খ. অক্ষি গ. জল ঘ. জীবন সঠিক উত্তর : খ. অক্ষি ২০। 'অমৃত' শব্দের বিপরীত রূপ হচ্ছে- ক. গরল খ. বিষাক্ত গ. সুধা ঘ. মধুর সঠিক উত্তর : ক. গরল