সপ্তম শ্রেণির পড়াশোনা

বাংলা ২য় পত্র

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর

প্রকাশ | ০১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
'ন'-এর উচ্চারণ স্থান কোনটি?
ধ্বনি ও বর্ণ ২৬। প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলোকে কী বলে? ক. অল্পপ্রাণ ধ্বনি খ. মহাপ্রাণ ধ্বনি গ. অঘোষ ধ্বনি ঘ. ঘোষ ধ্বনি সঠিক উত্তর: খ. মহাপ্রাণ ধ্বনি ২৭। অল্পপ্রাণ ধ্বনি কোনগুচ্ছ? ক. গ, ঘ, চ খ. ট, ঠ, ড গ. ক, গ, ঙ ঘ. ক, ট, দ সঠিক উত্তর: গ. ক, গ, ঙ ২৮। স্বরতন্ত্রী কম্পনের দিক থেকে ব্যঞ্জনধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ সঠিক উত্তর: ক. দুই ২৯। প্রতিটি বর্গের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনিকে কী বলে? ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি সঠিক উত্তর: ক. ঘোষ ধ্বনি ৩০. 'ধ-এর উচ্চারণস্থান কোনটি? ক. দন্তমূল খ. অগ্র দন্তমূল গ. পশ্চাৎ দন্তমূল ঘ. অগ্রতালু সঠিক উত্তর: খ. অগ্র দন্তমূল ৩১. ব্যঞ্জনবর্ণ কতটি? ক. ৩৭টি খ. ৩৯টি গ. ৩৮টি ঘ. ৪০টি সঠিক উত্তর: খ. ৩৯টি ৩২. কোনটি ঘোষধ্বনি? ক. ক খ. ত গ. দ ঘ. থ সঠিক উত্তর: গ. দ ৩৩. কোনটি উষ্ম ধ্বনি? ক. অ খ. ক গ. আ ঘ. ষ সঠিক উত্তর: ঘ. ষ ৩৪. স্পর্শ ধ্বনি মোট কতটি? ক. ৫০টি খ. ২৫টি গ. ১১টি ঘ. ৫টি সঠিক উত্তর: খ. ২৫টি ৩৫. নিচের কোন দুটি ধ্বনি অন্তঃস্থ ধ্বনি? ক. শ ও হ খ. ষ ও স গ. য ও ব ঘ. ন ও ম সঠিক উত্তর: গ. য ও ব ৩৬. 'ন'-এর উচ্চারণ স্থান কোনটি? ক. জিহ্বা মূল খ. দন্ত গ. কণ্ঠ ঘ. ওষ্ঠ সঠিক উত্তর: খ. দন্ত ৩৭. কোন ধ্বনিগুলোকে শ্রম্নতিযোগ্য করে উচ্চারণ করতে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়? ক. উষ্ম ধ্বনি খ. ঘোষধ্বনি গ. ব্যঞ্জনধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি সঠিক উত্তর: গ. ব্যঞ্জনধ্বনি