রাবিতে ভর্তি আবেদন শুরু ৩ সেপ্টেম্বর

প্রকাশ | ০১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হবে। চলবে ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১২টা পর্যন্ত। আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, তিনটি ইউনিটে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। দুই ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া ৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন চলবে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। এতে আবেদন 'ফি' রাখা হয়েছে ৫৫ টাকা। এবার পরীক্ষার প্রশ্নপত্রে ৬০ নম্বর এমসিকিউ এবং ৪০ নম্বর লিখিত যোগ করা হয়েছে। ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধুমাত্র এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ছাড়া আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (যঃঃঢ়://ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ)-এ পাওয়া যাবে।