জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

প্রকাশ | ০২ আগস্ট ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
'পত্রকাব্য' বলতে বোঝায়-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বঙ্গভূমির প্রতি ২১। 'অমৃত' শব্দের বিপরীত রূপ হচ্ছে- ক. গরল খ. বিষাক্ত গ. সুধা ঘ. মধুর সঠিক উত্তর : ক. গরল ২২। মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি হিসেবে কোনটি সমর্থনযোগ্য? ক. আবার আসিব ফিরে খ. নদীর স্বপ্ন গ. মানবধর্ম ঘ. বঙ্গভূমির প্রতি সঠিক উত্তর : ঘ. বঙ্গভূমির প্রতি ২৩। কবিতায় 'বর' শব্দটি ব্যবহার হয়েছে কী অর্থে? ক. স্বামী খ. স্ত্রী গ. আশীর্বাদ ঘ. শুভকর্ম সঠিক উত্তর : গ. আশীর্বাদ ২৪। নরকুলে কাকে ধন্য বলা হয়েছে? ক. মা যাকে মনে রাখে খ. আত্মীয়তা যাকে মনে রাখে গ. লোকে যাকে মনে রাখে ঘ. স্বদেশ যাকে মনে রাখে সঠিক উত্তর : গ. লোকে যাকে মনে রাখে ২৫। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন- ক. দেশের সন্তান খ. দেশের শত্রম্ন গ. দেশের আপনজন ঘ. দেশের বন্ধু সঠিক উত্তর : ক. দেশের সন্তান ২৬। 'বঙ্গভূমির প্রতি' কোন \হজাতীয় রচনা? ক. কবিতা খ. পদ্য গ. ছড়া ঘ. নাট্যকাব্য সঠিক উত্তর : ক. কবিতা ২৭। 'বঙ্গভূমির প্রতি' কোন জাতীয় কবিতা? ক. সনেট খ. পত্রকবিতা গ. সাধক কবিতা ঘ. গীতিকবিতা সঠিক উত্তর : ঘ. গীতিকবিতা ২৮। নিচের কোনটি চলিত ভাষারীতির শব্দ? ক. রেখো খ. মারলে গ. করিয়া ঘ. মক্ষিকা সঠিক উত্তর : ক. রেখো ২৯। মাইকেল মধুসূদনের বাবার নাম- ক. রাজনারায়ণ বসু খ. রাজনারায়ণ দত্ত গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. সত্যজিৎ রায় সঠিক উত্তর : খ. রাজনারায়ণ দত্ত ৩০। মধুসূদনের কবি হওয়ার বাসনা ছিল- ক. শৈশব থেকে খ. কৈশোর থেকে গ. স্কুল থেকে ঘ. শেষ বয়স থেকে সঠিক উত্তর : ক. শৈশব থেকে ৩১। মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা- ক. দুই বিঘা জমি খ. মানবধর্ম গ. নদীর স্বপ্ন ঘ. বঙ্গভূমির প্রতি সঠিক উত্তর : ঘ. বঙ্গভূমির প্রতি ৩২। মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি হিসেবে কোনটি সমর্থনযোগ্য? ক. আবার আসিব ফিরে খ. নদীর স্বপ্ন গ. মানবধর্ম ঘ. বঙ্গভূমির প্রতি সঠিক উত্তর : ঘ. বঙ্গভূমির প্রতি ৩৩। কবিতায় 'বর' শব্দটি ব্যবহার হয়েছে কোন অর্থে? ক. স্বামী খ. স্ত্রী গ. আশীর্বাদ ঘ. শুভকর্ম সঠিক উত্তর : গ. আশীর্বাদ ৩৪। 'বঙ্গভূমির প্রতি' কবিতায় ব্যবহৃত ছন্দ হিসেবে কোনটি যথার্থ? ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত গ. স্বরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর সঠিক উত্তর : খ. মাত্রাবৃত্ত ৩৫। 'পত্রকাব্য' বলতে যা বোঝায় - ক. উপন্যাস আকারে লেখা খ. পত্রের ঢঙে লেখা কবিতা গ. দরখাস্তের আকারে লেখা ঘ. প্রবন্ধের আকারে লেখা সঠিক উত্তর : খ. পত্রের ঢঙে লেখা কবিতা ৩৫। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন - ক. দেশের সন্তান খ. দেশের শত্রম্ন গ. দেশের আপনজন ঘ. দেশের বন্ধু সঠিক উত্তর : ক. দেশের সন্তান