জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
উপেনকে কার চক্রান্তে ভিটে-মাটি ছাড়তে হয়?
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বঙ্গভূমির প্রতি ৩৬। মাইকেল মধুসূদন দত্ত চিরস্মরণীয় হয়েছেন প্রধানত - ক. পত্রকাব্য রচনা করে খ. মহাকাব্য রচনা করে গ. গীতিকাব্য রচনা করে ঘ. নাটক রচনা করে সঠিক উত্তর : খ. মহাকাব্য রচনা করে ৩৭। 'জন্মিলে মরিতে হবে' - এটি একটি - ক. চিরন্তন সত্য খ. জ্ঞানীদের উক্তি গ. মুনিঋষিদের কথা ঘ. সাধকদের কথা সঠিক উত্তর : ক. চিরন্তন সত্য ৩৮। 'বঙ্গভূমির প্রতি' কবিতার গঠনগত পরিচয় পাওয়া যায় নিচের কোন শব্দের মাধ্যমে? ক. প্রহসন খ. পত্রকবিতা গ. রূপক কবিতা ঘ. গীতিকবিতা সঠিক উত্তর : ঘ. গীতিকবিতা দুই বিঘা জমি ১। 'দুই বিঘা জমি' কে লিখেছেন? ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. জীবনানন্দ দাশ ঘ. কামিনী রায় সঠিক উত্তর : ক. রবীন্দ্রনাথ ঠাকুর ২। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন- ক. ১২৬৭ বঙ্গাব্দে খ. ১২৬৮ বঙ্গাব্দে গ. ১২৬৯ বঙ্গাব্দে ঘ. ১২৭১ বঙ্গাব্দে সঠিক উত্তর : গ. ১২৬৯ বঙ্গাব্দে ৩। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? ক. ১৯১৩ খ. ১৯১৫ গ. ১৯১৭ ঘ. ১৯১৯ সঠিক উত্তর : ক. ১৯১৩ ৪। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃতু্যবরণ করেন? ক. ১৯৩১ খ. ১৯৩৫ গ. ১৯৪০ ঘ. ১৯৪১ সঠিক উত্তর : ঘ. ১৯৪১ ৫। সন্ন্যাসী বেশে দেশে দেশে ফেরে কে? ক. উপেন খ. মালি গ. রাজা ঘ. আমলা সঠিক উত্তর : ক. উপেন ৬। 'ভুঁই' শব্দের অর্থ কী? ক. জমি খ. জমা গ. সম্পত্তি ঘ. সম্পদ সঠিক উত্তর : ক. জমি ৭। 'নিলাজ' শব্দের অর্থ কী? ক. লজ্জা খ. হায়া গ. ভীতি ঘ. লজ্জাহীন সঠিক উত্তর : ঘ. লজ্জাহীন ৮। 'দুই বিঘা জমি' কোন জাতীয় রচনা? ক. ছোটগল্প খ. ছড়া গ. কাহিনী কবিতা ঘ. গল্প সঠিক উত্তর : গ. কাহিনী কবিতা ৯। 'দুই বিঘা জমি' কবিতায় জমি হারিয়েছেন কে? ক. উপেন খ. জমিদার গ. রবীন্দ্রনাথ ঘ. চাকররা সঠিক উত্তর : ক. উপেন ১০। উপেন জমিদারের কাছে ভিক্ষা হিসেবে কী চেয়েছিল? ক. দুটি আম খ. কিছু আম গ. গোটা কয়েক আম ঘ. দুটি কলা সঠিক উত্তর : ক. দুটি আম ১১। নিচের কোন শব্দটি চলিত ভাষায় ব্যবহৃত হয় না? ক. ঘুম খ. ভাবিলাম গ. কাছে ঘ. ফিরলাম সঠিক উত্তর : খ. ভাবিলাম ১২। এক বিঘা সমান কত কাঠা? ক. ১০ কাঠা খ. ২০ কাঠা গ. ৩০ কাঠা ঘ. ৪০ কাঠা সঠিক উত্তর : খ. ২০ কাঠা ১৩। 'নিলাজ কুলটা ভূমি'-এখানে নিলাজ কুলটা কে? ক. রাজা খ. উপেন গ. জন্মভূমি ঘ. মালি সঠিক উত্তর : গ. জন্মভূমি ১৪। 'মরিবার মতো ঠাঁই' বলতে কবি বুঝিয়েছেন- ক. নিজের শেষ অবস্থা খ. আশ্রয়ের শেষস্থল গ. দয়া করার প্রবণতা ঘ. একটি মৃতু্যস্থান সঠিক উত্তর : ক. নিজের শেষ অবস্থা ১৫। উপেনকে মূলত কার চক্রান্তে ভিটে-মাটি ছাড়তে হয়? ক. জমিদারের খ. মালি গ. পরিষদের ঘ. পথিকের সঠিক উত্তর : ক. জমিদারের ১৬। উপেনের বাড়ি ছেড়ে বছর পনেরো-ষোলো কোথায় কাটে? ক. দেশে দেশে খ. বিভিন্ন স্থানে গ. হাটে-মাটে-বাটে ঘ. বৃন্দাবনে সঠিক উত্তর : গ. হাটে-মাটে-বাটে ১৭। 'দুই বিঘা জমি' একটি- ক. সনেট খ. রূপক কবিতা গ. কাহিনী কবিতা ঘ. নাট্যকাব্য সঠিক উত্তর : গ. কাহিনী কবিতা ১৮। জমিদার দরিদ্র কৃষক উপেনের জমি দখল করতে চায়- ক. বাগান বাড়ানোর জন্য খ. নতুন খেত তৈরির গ. বাজার বসানোর জন্য ঘ. বাড়ি বানানোর জন্য সঠিক উত্তর : ক. বাগান বাড়ানোর জন্য ১৯। চলিত ভাষায় 'আঁখি' শব্দের সবচেয়ে বেশি ব্যবহৃত সমার্থক শব্দ হচ্ছে- ক. অক্ষি খ. চক্ষু গ. নয়ন ঘ. চোখ সঠিক উত্তর : ঘ. চোখ ২০। 'ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা'-আলোচ্য গানটির সঙ্গে সাদৃশ্য আছে দুই বিঘা জমির কোন বিষয়টির? ক. আমগাছের ছায়া খ. দুই বিঘা জমির মায়া গ. ভিটে-মাটির মায়া ঘ. জমিদারের প্রতি মায়া সঠিক উত্তর : খ. দুই বিঘা জমির মায়া ২১। ইকবাল দেখল রাস্তার পাশে বিলবোর্ডে লেখা 'দেশপ্রেম ইমানের অঙ্গ'। উদ্দীপকটি 'দুই বিঘা জমি' কবিতার কোন বিষয়ের সঙ্গে মেলে? ক. প্রবঞ্চনা খ. শোষণ গ. স্বদেশপ্রেম ঘ. শ্রদ্ধা সঠিক উত্তর : গ. স্বদেশপ্রেম