ড্যাফোডিলে কর্মশালা

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালাইড হেলথ সায়েন্সেস অনুষদের আয়োজনে 'অ্যালায়েড হেলথ সায়েন্সেস অনুষদের শিক্ষকদের জন্য 'শিক্ষকতা, প্রশিক্ষণ, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়ন' শীর্ষক তিন সপ্তাহব্যাপী কর্মশালা ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে শেষ হয়েছে। কর্মশালা পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালাইড হেলথ সায়েন্স অনুষদের ভিজিটিং প্রফেসর ও যুক্তরাষ্ট্রের পুর্দ বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স রিসোর্স সেন্টারের পরিচালক ড. আহমেদ মোস্তফা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার, মানবিক ও সাসমাজিক বিজ্ঞান অনুষদের ডিন এএমএম হামিদুর রহমান ও রেজিস্ট্রার প্রকৌশলী একেএম ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ ইসমাইল মোস্তফা। এই কর্মশালায় অ্যালায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ৪০ জন শিক্ষকসহ মোট ৭০ জন নিবন্ধিত শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন।