প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (গণিত)

প্রকাশ | ১০ আগস্ট ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
একশ লিচুর দাম ৩০০ টাকা, ৭৫টির দাম-
আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো তৃতীয় অধ্যায় ১৫। প্রতিজনকে ১৪০ টাকা করে দিলে ১০৫০০ টাকা কতজনকে দেয়া যাবে? উত্তর : ৭৫ জনকে ১৬। প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে কী বলে? উত্তর : ঐকিক নিয়ম ১৭। ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে সে রাশিটি অঙ্ক সাজানোর সময় প্রথম লাইনের কোন দিকে রাখতে হবে? উত্তর : ডানদিকে ১৮। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে কত হবে? উত্তর : ৯৯০০ ১৯। একশ লিচুর দাম ৩০০ টাকা হলে, ৭৫টি লিচুর দাম কত? উত্তর : ২২৫ টাকা ২০। এক ব্যক্তির দৈনিক আয় ৩৫০ টাকা, তার বার্ষিক আয় কত? উত্তর : ১২৭৭৫০ টাকা ২১। এক ব্যক্তির ১ দিনের আয় ১২৫ টাকা হলে, তার সাপ্তাহিক আয় কত? উত্তর : ৮৭৫ টাকা ২২। ঐকিক নিয়মে প্রথমে কয়টি জিনিসের দাম বের করতে হয়? উত্তর : ১টি ২৩। ১ ডজন খাতার মূল্য অপেক্ষা ১ ডজন কলমের মূল্য ১২ টাকা বেশি। একটি খাতার মূল্য ১৫ টাকা হলে, একটি কলমের মূল্য কত? উত্তর : ১৬ টাকা ২৪। ৬টি খাতার মূল্য ২৪ টাকা হলে ৩টি খাতার মূল্য বের করতে হলে প্রথমে কয়টি খাতার দাম বের করতে হবে? উত্তর : ১টি ২৫। ৮টি কলার দাম ৩২ টাকা হলে, ১ হালি ২টি কলার দাম কত? উত্তর : ২৪ টাকা ২৬। ১২ ডজন খাতার দাম ২৩০৪ টাকা। ১টি খাতার দাম কত? উত্তর : ১৬ টাকা ২৭। মনিরের কাছে ৫৫ টাকা আছে। নয়নের কাছে মনিরের ১০ গুণ আছে। নয়নের কাছে কত টাকা আছে? উত্তর : ৫৫০ টাকা ২৮। পুত্রের বয়সের ৫ গুণ ৮০ বছর হলে পুত্রের বয়স কত? উত্তর : ১৬ বছর