৯ম-১০ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

প্রকাশ | ১০ আগস্ট ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
পলাশীর যুদ্ধ
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো ষষ্ঠ অধ্যায় নিচের উদ্দীপকের আলোকে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও : সম্রাট 'ক' দায়িত্বভার গ্রহণ করে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। তার সময়ে হিন্দু-মুসলমান সম্প্রীতি স্থাপনের প্রচেষ্টা সমাজজীবনকে প্রভাবিত করেছিল। তার ২৬ শাসনকালে বঙ্গের জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার অনেক উন্নতি সাধিত হয়েছে। ১২। উদ্দীপকের 'ক' সম্রাটের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন সুলতানের মিল রয়েছে? (ক) ইলিয়াস শাহ (খ) আলাউদ্দীন হোসেন শাহ (গ) মাহমুদ শাহ (ঘ) সিকান্দার শাহ সঠিক উত্তর: (খ) আলাউদ্দীন হোসেন শাহ ১৩। উক্ত সুলতানের সময় রাজ্যে- (র) নিচ বংশজাত সব কর্মচারীকে বরখাস্ত করা হয় (রর) কামরূপ ও কামতা জয় করেন (ররর) আসাম অভিযানে সফল হন নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক) র ও রর ১৪। সুলতান নুসরাত জনগণের প্রতি ছিলেন- (র) কঠোর (রর) সহনশীল (ররর) সহৃদয় নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (খ) রর ও ররর ১৫। হুসেন শাহ কবি ও সাহিত্যিকদের পুরস্কৃত করতেন কেন? (ক) সুনাম বৃদ্ধির জন্য (খ) খ্যাতি অর্জনের জন্য (গ) উৎসাহিত করার জন্য (ঘ) দুর্নাম ঘোচানোর জন্য সঠিক উত্তর: (ক) সুনাম বৃদ্ধির জন্য ১৬। বুঘরা খানের মন ভেঙে যায় কেন? (ক) শের খানের মৃতু্য সংবাদে (খ) কায়কোবাদের মৃতু্য সংবাদে (গ) বরহম খানের মৃতু্য সংবাদে (ঘ) কদর খানের মৃতু্য সংবাদে সঠিক উত্তর : (খ) কায়কোবাদের মৃতু্য সংবাদে ১৭। প্রথম তুর্কি শাসনকর্তা কে ছিলেন? (ক) ইওয়াজ খলজি (খ) নাসিরউদ্দীন লস্কর (গ) নাসিরউদ্দীন মাহমুদ (ঘ) নাসিরউদ্দীন বেগ সঠিক উত্তর: (গ) নাসিরউদ্দীন মাহমুদ ১৮। বারো ভূঁইয়াদের দমনের ক্ষেত্রে সম্পৃক্ত- (র) সম্রাট হুমায়ুন (রর) সম্রাট জাহাঙ্গীর (ররর) মুঘল সুবেদারগণ নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (খ) রর ও ররর ১৯। ফিরোজ শাহের মৃতু্যর পর বাংলার সিংহাসনে বসেন কে? (ক) কদর খান (খ) ইওয়াজ খলজি (গ) ইব্রাহিম (ঘ) গিয়াসউদ্দীন বাহাদুর শাহ সঠিক উত্তর: (ঘ) গিয়াসউদ্দীন বাহাদুর শাহ ২০। বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয় কীভাবে? (ক) পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে (খ) পলাশীর যুদ্ধের মাধ্যমে \হ(গ) বক্সার যুদ্ধের মাধ্যমে (ঘ) পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে \হসঠিক উত্তর: (খ) পলাশীর যুদ্ধের মাধ্যমে