জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রীতিলতা ওয়াদ্দেদার
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়? উত্তর: কক্সবাজার প্রশ্ন: পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়? উত্তর: ১৫৫৬ প্রশ্ন: তিনবিঘা করিডোরের আয়তন কত? উত্তর: ১৭৮ দ্ধ ৮৫ মিটার প্রশ্ন: ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোন অঞ্চলে অবস্থিত? উত্তর: কুচবিহার প্রশ্ন: বাংলাদেশের ভিতরে ভারতের কতগুলো ছিটমহল আছে? উত্তর: ১১১টি প্রশ্ন: মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে? উত্তর: ৩টি প্রশ্ন: তামাবিল সীমান্তের সঙ্গে ভারতের কোন শহরটি অবস্থিত? উত্তর: ডাউকি প্রশ্ন: ১৩ জানুয়ারি ২০১৪ দেশের তৃতীয় সীমান্ত হাট কোথায় উদ্বোধন করা হয়? উত্তর: ছাগলনাইয়া, ফেনী প্রশ্ন: কোন জেলা রৌমারী ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত? উত্তর: কুড়িগ্রাম প্রশ্ন: বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? উত্তর: ফেনী প্রশ্ন: ভারতের যে সম্রাটকে 'আলমগীর' বলা হতো- উত্তর: আওরঙ্গজেব প্রশ্ন: প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন- উত্তর: ব্রিটিশবিরোধী সন্ত্রাসী আন্দোলন প্রশ্ন: ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? উত্তর: ভারত ৩০টি ও মিয়ানমার ৩টি প্রশ্ন: আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? উত্তর: লালমনিরহাট প্রশ্ন: ভারতের ছিটমহল নেই? উত্তর: রংপুরে \হ প্রশ্ন: কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল? উত্তর: দহগ্রাম