গবিতে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টিকারী এই রোগের জীবাণু বহনকারী এডিস মশা নিধন ও ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। ৭ আগস্ট (বুধবার) বিকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে এবং সাধারণ ছাত্র পরিষদের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন হয়। এডিস মশার বংশবিস্তার রোধে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, 'আগামীতে আশপাশের স্থানীয় জনপদের সচেতনতামূলক প্রচারণা চালানো হবে সে জন্য আমরা বিশেষজ্ঞ ডাক্তার এবং শিক্ষার্থীসহ কয়েকটি দলে ভাগ হয়ে কাজ করব।' আয়োজক সংগঠনের সহ-সভাপতি (ভিপি) মো. জুয়েল রানা বলেন, 'বাংলাদেশের মানুষের আয়ের কথা মাথায় রেখে সরকারের কাছে সারা দেশের ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।' উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী বাবু, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মনিরুল হাসান মাসুম, ইংরেজি বিভাগের প্রধান ড. মো. আমজাদ হোসেন, সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান রনিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।