জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৭ মার্চের ভাষণকে বলা হয়-

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো দ্বিতীয় অধ্যায় ১। ১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? (ক) ২৬ মার্চ (খ) ১০ এপ্রিল (গ) ২৭ মার্চ (ঘ) ১৭ এপ্রিল সঠিক উত্তর : (খ) ১০ এপ্রিল ২। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল- (র) জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা (রর) কলকারখানা বন্ধ করে দেয়া (ররর) সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র ও ররর সঠিক উত্তর : (ঘ) র ও ররর নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও : সপ্তম শ্রেণির ছাত্রী নাওমি ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার ছবিতে একজন লোক চশমাপরা, কোট পরা একটি আঙ্গুল উঁচু করে ভাষণ দিচ্ছেন আর উপস্থিত জনতা উত্তেজনায় ফেটে পড়ছে। ৩। নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে? (ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী (খ) আবুল কাশেম ফজলুল হক (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঘ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সঠিক উত্তর : (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪। উদ্দীপকে উক্ত ব্যক্তির ভাষণ প্রধানত কীসের অনুপ্রেরণা জুগিয়েছে- (ক) ভাষা আন্দোলনের (খ) স্বাধীনতা আন্দোলনের (গ) ছয় দফা আন্দোলনের (ঘ) অসহযোগ আন্দোলনে সঠিক উত্তর : (খ) স্বাধীনতা আন্দোলনের ৫। ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার ফলে- (র) আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর অনিশ্চিত হয়ে পড়ে (রর) সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয় (ররর) ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৬। আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে - (ক) ২৬ মার্চ (খ) ১৬ ডিসেম্বর (গ) ১৭ এপ্রিল (ঘ) ২৫ মার্চ সঠিক উত্তর : (ক) ২৬ মার্চ ৭। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণকে কী বলা হয়? (ক) বাঙালির মুক্তির সনদ (খ) নির্বাচনি প্রচারণা (গ) সার্বভৌমত্ব লাভ (ঘ) গণহত্যার কারণ সঠিক উত্তর : (ক) বাঙালির মুক্তির সনদ ৮। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন আরও বেগবান হয়- (র) নিয়মিত মিছিল মিটিং (রর) ছাত্র সংগ্রাম পরিষদ গঠন (ররর) বঙ্গবন্ধুর নেতৃত্ব নিচের কোনটি সঠিক ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) রর ও ররর সঠিক উত্তর : (ঘ) রর ও ররর ৯। জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল? (ক) মার্কিন কনসার্ট (খ) বাংলাদেশ কনসার্ট (গ) স্বাধীন বাংলা কনসার্ট (ঘ) স্বাধীনতা কনসার্ট সঠিক উত্তর : (খ) বাংলাদেশ কনসার্ট ১০। মুক্তিবাহিনীর প্রধান সেনাপ্রতি কে ছিলেন? (ক) কর্নেল এমএজি ওসমানী (খ) মেজর জিয়াউর রহমান (গ) মেজর খালেদ মোশাররফ (ঘ) গ্রম্নপ ক্যাপ্টেন এ কে খন্দকার সঠিক উত্তর : (ক) কর্নেল এমএজি ওসমানী ১১। পাকিস্তান সরকারকে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করার জন্য আওয়ামী লীগের সাথে অংশ নিয়েছিল- (র) ছাত্রসমাজ (রর) শিক্ষক শ্রেণি (ররর) পেশাজীবী ও শ্রমজীবী মানুষ নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১২। বঙ্গবন্ধু কখন স্বাধীনতা ঘোষণা করেন? (ক) ২৫ মার্চ ১৯৭১ (ক) ১৭ মার্চ ১৯৭১ (গ) ৭ এপ্রিল ১৯৭১ (ঘ) ১৭ এপ্রিল ১৯৭১ সঠিক উত্তর : (ক) ২৫ মার্চ ১৯৭১ ১৩। 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম'- বঙ্গবন্ধুর এই উক্তিটির মাধ্যমে ফুটে উঠেছে- (র) বাংলার জনগণের মুক্তির ডাক (রর) পাকিস্তানিদের শাসন-শোষণকে জোরদার করার ডাক (ররর) বাংলার স্বাধীনতা অর্জনের আহ্বান নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ১৪। 'ক্র্যাক পস্নাটুন' হলো? (ক) গেরিলা দল (খ) বিশেষ বাহিনী (গ) নৌ কমান্ডো ঘ) বিমান কমান্ডো সঠিক উত্তর : (ক) গেরিলা দল ১৫। মুজিবনগর সরকারের কার্যক্রম প্রধানত কয়ভাগে বিভক্ত ছিল? (ক) ২ ভাগে (খ) ৩ ভাগে (গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে সঠিক উত্তর : (ক) ২ ভাগে