নর্থ সাউথে সেমিনার

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বাংলাদেশ পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট ও কমিউনিটি ডেভেলপমেন্ট ফর পিস (সিডিপি)-এর যৌথ উদ্যোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 'জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে নাগরিক সম্পৃক্ততা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সেমিনার শুরু হয়। মূলত শিক্ষার্থীদের সামাজিক সম্পৃক্ততার ব্যাপারে সচেতন করে নেতিবাচক কর্মকান্ডকে এড়াতে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে আগত অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রক্টর ড. নাজমুল আহসান খান। এরপর বক্তব্য দেন এন্টি-টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান। বাংলাদেশের প্রেক্ষাপটে উগ্রবাদ দমনে সামাজিক সম্পৃক্ততা নিয়ে কথা বলেন তিনি। পরে আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণদের অংশগ্রহণ প্রসঙ্গে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি লুসি ডেলি। উন্নয়নে জঙ্গিবাদ একটি বাধা, এ বিষয়টি তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রোগ্রাম ডিরেক্টর কার্ল ক্লাক। এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।