জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জাতীয় পতাকা মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করেছে?

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো দ্বিতীয় অধ্যায় ৩২। ২৫ মার্চকে কী বলা হয়? (ক) গণহত্যা দিবস (খ) স্বাধীনতা দিবস (গ) বিজয় দিবস (ঘ) মৈত্রী দিবস সঠিক উত্তর : (ক) গণহত্যা দিবস ৩৩। আমাদের বিজয় দিবস কত তারিখে? (ক) ৭ মার্চ (খ) ২৫ মার্চ (গ) ১০ এপ্রিল (ঘ) ১৬ ডিসেম্বর সঠিক উত্তর : (ঘ) ১৬ ডিসেম্বর ৩৪। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারত সরকার যৌথ কমান্ডো গঠন করে কেন? (ক) মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধির জন্য (খ) মুক্তিবাহিনীকে সন্মুখ যুদ্ধে সহায়তার করার জন্য (গ) আঞ্চলিক পর্যায়ে শত্রম্ন মুক্ত রাখার জন্য (ঘ) পাকিস্তানি বাহিনীর উপর আরও সুদৃঢ় আক্রমণের জন্য সঠিক উত্তর : (ক) মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধির জন্য ৩৫। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রচারের ফলে- (র) সর্বস্তরের জনগণের মধ্যে আশার সঞ্চার হয় (রর) সর্বস্তরের জনগণের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে (ররর) মুক্তিযুদ্ধ বাস্তব রূপ লাভ করে নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র ও ররর সঠিক উত্তর : (খ) র ও ররর নিচের অনুচ্ছেদটি পড় ৩৬ এবং ৩৭নং প্রশ্নের উত্তর দাও : কাদির ও ইমান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। কাদির বলে,একটি সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং বাংলাদেশ স্বাধীন হয়। বেসামরিক-সামরিক পর্যায়ে নানা কার্যক্রমের মাধ্যমে এ সরকার মুক্তিযুদ্ধের গতিকে আরো বেগবান করে। ৩৬। উদ্দীপকে কোন সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে? (ক) ভারত সরকার (খ) আওয়ামী লীগ সরকার (গ) মুজিবনগর সরকার (ঘ) যুক্তরাষ্ট্র সরকার সঠিক উত্তর : (গ) মুজিবনগর সরকার ৩৭। মুক্তিযুদ্ধে এ সরকারের অবদান হলো- (র) সেক্টর ভিত্তিক যুদ্ধ পরিচালনা করা (রর) মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করা (ররর) মুক্তিযুদ্ধের সপক্ষে বিদেশে মিশন পরিচালনা করা নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও ররর ৩৮। ইয়াইয়া খান ভান করে পর্যবেক্ষণ করেন- (র) গণহত্যা অভিযানের প্রস্তুতি (রর) বঙ্গবন্ধুর গতিবিধি (ররর) অপারেশন সার্চলাইটের কর্মসূচি নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ৩৯। জাতীয় নেতা এম মনসুর আলীকে বাংলাদেশের অস্থায়ী সরকারের কোন দায়িত্বে নিযুক্ত করা হয় - (ক) পররাষ্ট্রমন্ত্রী (খ) উপ-রাষ্ট্রপতি (গ) প্রধানমন্ত্রী (ঘ) অর্থমন্ত্রী সঠিক উত্তর : (ঘ) অর্থমন্ত্রী ৪০। ৭ মার্চের ভাষণ বাঙালিকে- (র ) স্বাধীনতার মন্ত্রে উজ্জ্বীবিত করে (রর) ঐক্যবদ্ধ করে (ররর) বীরের জাতিতে রূপান্তরিত করে নিচের কোনটি সঠিক ক) র খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৪১। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী? (ক) সোহরাওয়ার্দী উদ্যান (খ) গণ উদ্যান (গ) ভাসানী উদ্যান (ঘ) শিশু উদ্যান সঠিক উত্তর : (ক) সোহরাওয়ার্দী উদ্যান ৪২। মুক্তিযুদ্ধের সময় হেমায়েত বাহিনী কোন এলাকায় গড়ে ওঠে? (ক) সিরাজগঞ্জ ও পাবনা (খ) বরিশাল ও মাগুরা (গ) বরিশাল ও গোপালগঞ্জ (ঘ) ময়মনসিংহ ও ব্রাক্ষ্ণণবারিয়া সঠিক উত্তর : (গ) বরিশাল ও গোপালগঞ্জ ৪৩। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতটি ইতিহাসে স্মরণীয়- (র) পাকিস্তানিদের হটিয়ে দেওয়ার জন্য (রর) বহু বাঙালিকে নির্বিচারে হত্যার জন্য (ররর) বাঙালির ওপর পাকিস্তানিদের ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। নিচের কোনটি সঠিক (ক) রর ও ররর (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (ক) রর ও ররর ৪৪। ১৯৭১ সালের ৭ মার্চ আওয়ামী লীগ রেসকোর্স ময়দানে কেন জনসভার আয়োজন করেছিল? (ক) কোর্ট-কাচারি,অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার জন্য (খ) পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য (গ) বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য (ঘ) বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার জন্য সঠিক উত্তর : (ঘ) বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার জন্য ৪৫। বাংলাদেশের জাতীয় পতাকা মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করেছে? (ক) প্রেরণা (খ) স্বাধীন ইচ্ছা (গ) দাবী (ঘ) সাহস সঠিক উত্তর : (ক) প্রেরণা