৯ম-১০ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
বড় কাটরা
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো সপ্তম অধ্যায় ১। কোন কাব্য ফার্সি ভাষায় অনুবাদ করা হয়? (ক) রসুল বিজয় (খ) রাগমালা (গ) ইউছুফ-জুলেখা (ঘ) সাতনামা সঠিক উত্তর: (গ) ইউছুফ-জুলেখা ২। কেন মধ্যযুগে হিন্দু সম্প্রদায় ফার্সি ভাষায় শিক্ষা গ্রহণ করত? (ক) সাহিত্য রচনা করতে (খ) চাকরি পেতে (গ) প্রশাসনিক কাজ করতে (ঘ) রাজনৈতিক উদ্দেশ্যে সঠিক উত্তর: (গ) প্রশাসনিক কাজ করতে নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : লিমনের চাচা অনেক বছর ধরে আমেরিকাসহ ইউরোপের কয়েকটি দেশে ব্যবসা করে আসছিলেন। তিনি তার ব্যবসায় প্রসারের লক্ষ্যে নিজ দেশে ফিরে নারায়ণগঞ্জে একটি শাখা অফিস খোলেন। তিনি ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন পরিচালনা করেন। ব্যবসায়ের সুবিধার জন্য তিনি ব্যক্তিগত বিমান ব্যবহার করেন। ৩। লিমনের চাচার বাণিজ্যিক প্রসার বাংলার কোন আমলের সঙ্গে মিল পাওয়া যায়? (ক) পাল (খ) সেন (গ) সুলতানি (ঘ) মুঘল সঠিক উত্তর: (ঘ) মুঘল ৪। বাণিজ্যিক প্রসারের ফলেই উক্ত আমলে গড়ে উঠেছিল- (র) সমুদ্রবন্দর (রর) নদীবন্দর (ররর) স্থলবন্দর নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (গ) র ও রর ৫। মধ্যযুগে কৃষি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কারণ- (র) প্রকৃতির আশীর্বাদ (রর) ভূমিকর উর্বরতা (ররর) ফলনের প্রাচুর্যতা নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ৬। বড় কাটরা নির্মাণ করেন কে? (ক) শাহ সুজা (খ) হুসেন শাহ (গ) মীর জুমলস্না (ঘ) আহমদ সুজা সঠিক উত্তর: (ক) শাহ সুজা ৭। ছোট কাটরা নির্মাণ করেন কে, কখন? (ক) আযম খান ১৬৬২ খ্রি. (খ) শায়েস্তা খান ১৬৬৩ খ্রি. (গ) শের খান ১৬৬৪ খ্রি. (ঘ) আলাওল ১৬৬৫ খ্রি. সঠিক উত্তর: (খ) শায়েস্তা খান ১৬৬৩ খ্রি. ৮। মধ্যযুগে বাংলার মাটিতে কিসের প্রাচুর্য ছিল? (ক) কৃষিজাত দ্রব্যের (খ) শিল্পজাত দ্রব্যের (গ) মাদকজাত দ্রব্যের (ঘ) খনিজজাত দ্রব্যের সঠিক উত্তর: (ক) কৃষিজাত দ্রব্যের নিচের উদ্দীপকের আলোকে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : ইকবালের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য কাবাব, রেজালা, কোর্মা ও ঘিয়ে রান্না করা খাবারের আয়োজন করা হয়। ৯। ইকবালের বিয়ের অনুষ্ঠানে কোন যুগের খাবারের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? (ক) আর্যপূর্ব যুগের (খ) প্রাচীন যুগের (গ) মধ্যযুগের (ঘ) আধুনিক যুগের সঠিক উত্তর: (গ) মধ্যযুগের ১০। উক্ত যুগে বাংলার সামাজিক রীতিনীতি গড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব ছিল (র) ইসলাম ধর্মের (রর) হিন্দুধর্মের (ররর) বৌদ্ধধর্মের নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক) র ও রর ১১। মধ্যযুগে অভিজাত ব্যক্তিরা কী খেলতে পছন্দ করতেন? (ক) কাবাডি (খ) ফুটবল (গ) ক্রিকেট (ঘ) চৌগান সঠিক উত্তর: (ঘ) চৌগান