সপ্তম শ্রেণির পড়াশোনা বাংলা ২য় পত্র

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
অন্যদিকে মন যার -
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। শব্দার্থ ৮। দায়িত্বহীনতার জন্য তার কাজটি গেছে- এই বাক্যে 'কাজ' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. টাকাকড়ি খ. সুফল গ. চাকরি দেওয়া ঘ. চাকরি সঠিক উত্তর: ঘ. চাকরি ৯। কাপড়টির রং একেবারেই কাঁচা- এই বাক্যে 'কাঁচা' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. অপটু খ. অসিদ্ধ গ. অস্থায়ী ঘ. অপক্ব সঠিক উত্তর: গ. অস্থায়ী ১০। পুলিশের ভয়ে সন্ত্রাসীরা গা-ঢাকা দিয়েছে- এই বাক্যে 'গা-ঢাকা' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. দেশছাড়া খ. এলাকাছাড়া গ. ভয়বোধ করা ঘ. পলায়ন করা সঠিক উত্তর: ঘ. পলায়ন করা ১১। অল্প আয়ে চলা খুব কঠিন- এই বাক্যে 'চলা' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. অতিবাহিত হওয়া খ. খরচ চালানো গ. জীবন নির্বাহ করা ঘ. মান বাঁচানো সঠিক উত্তর: গ. জীবন নির্বাহ করা ১২। ছেলেটির ওপর চোখ রেখো- এই বাক্যে 'চোখ' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. চক্ষুশূল খ. সতর্ক হওয়া গ. দৃষ্টি রাখা ঘ. দৃষ্টি তুলে নেয়া সঠিক উত্তর: গ. দৃষ্টি রাখা ১৩। এত দিনে তার রাগ পড়েছে- বাক্যে 'পড়া' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. ক্ষমা খ. নীরব গ. ভালো হওয়া ঘ. কমে আসা সঠিক উত্তর: ঘ. কমে আসা ১৪। তিনি একজন পাকা লোক- এই বাক্যে 'পাকা' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. ঝানু খ. অভিজ্ঞ গ. পক্ব ঘ. স্থায়ী সঠিক উত্তর: খ. অভিজ্ঞ ১৫। বুদ্ধিজীবীরা দেশের মাথা- এই বাক্যে 'মাথা' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. মেধা খ. জ্ঞান গ. অভিজ্ঞ ঘ. শ্রেষ্ঠ সঠিক উত্তর: ঘ. শ্রেষ্ঠ ১৬। গ্রামের লোকের ওপর তার হাত আছে- এই বাক্যে 'হাত' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. নজর খ. কুপ্রভাব গ. প্রভাব ঘ. অধিকার সঠিক উত্তর: গ. প্রভাব ১৭। 'মৃতের মতো অবস্থা যার'- এক কথায় কী হবে? ক. জীবন্মৃত খ. মুমূর্ষু গ. মৃতবৎ ঘ. নির্জীব সঠিক উত্তর: খ. মুমূর্ষু ১৮। 'যা পূর্বে দেখা যায়নি'- এক কথায় কী হবে? ক. অদৃষ্ট খ. দৃষ্টান্ত গ. অদৃষ্টপূর্ব ঘ ভূতপূর্ব সঠিক উত্তর: গ. অদৃষ্টপূর্ব ১৯। 'অন্যদিকে মন যার'- এক কথায় কী হবে? ক. অন্যমনস্ক খ. অন্যমনা গ. আনমনা ঘ. মনভোলা সঠিক উত্তর: খ. অন্যমনা ২০। 'অতিশয় স্নিগ্ধ'- এক কথায় কী হবে? ক. পেলব খ. মেদুর গ. কোমল ঘ. কমনীয় সঠিক উত্তর: ক. পেলব ২১। 'যা চেটে খেতে হয়'- এক কথায় কী হবে? ক. চূষ্য খ. লেহ গ. লেহ্য ঘ. পেয় সঠিক উত্তর: গ. লেহ্য ২২। 'উপকারীর অপকার করে যে'- এক কথায় কী হবে? ক. কৃতজ্ঞ খ. অকৃতজ্ঞ গ. কৃতঘ্ন ঘ. প্রতু্যপকারী সঠিক উত্তর: গ. কৃতঘ্ন