জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
টিপাইমুখ বাঁধ
প্রশ্ন: টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর: মণিপুর প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ পর্বত 'বিজয়' এর পূর্ণ নাম- উত্তর: তাজিংডং প্রশ্ন: বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? উত্তর: নাফ \হ প্রশ্ন: বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সঙ্গে নিম্নোক্ত একটা জায়গায় মেশে- উত্তর: গোয়ালন্দ \হ প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম হাওর- উত্তর: হাকালুকি প্রশ্ন: 'ভৈরব' নদীর অবস্থান কোথায়? উত্তর: ঝিনাইদহ প্রশ্ন: 'নদী শিকস্তি' কারা? উত্তর: নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ \হ প্রশ্ন: বাংলাদেশের সেন্ট মাটিন দ্বীপ কোন জেলায়? উত্তর: কক্সবাজার প্রশ্ন: বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? উত্তর: ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয় প্রশ্ন: পদ্মা কোথায় মেঘনা নদীর সঙ্গে মিশেছে? উত্তর: চাঁদপুর প্রশ্ন: মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: আড়িয়াল খাঁ