৯ম-১০ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
লালবাগ কেলস্না
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো সপ্তম অধ্যায় ২৭। মধ্যযুগে কোন বিষয়ের বিকাশ ঘটে? (ক) পাথর (খ) ব্যাংকিং (গ) হুন্ডির (ঘ) শৌখিন দ্রব্য সঠিক উত্তর: (খ) ব্যাংকিং ২৮। প্রথম বাঙালি মুসলমান কবির নাম- (ক) শাহ মুহম্মদ সগীর (খ) হাফিজ (গ) গিয়াসউদ্দীন (ঘ) জালালউদ্দীন সঠিক উত্তর: (ক) শাহ মুহম্মদ সগীর ২৯। পরীবিবির মাজার কোথায় অবস্থিত? (ক) ছোট কাটরায় (খ) লালবাগ কেলস্নায় (গ) বড় কাটরায় (ঘ) মৌচাকে সঠিক উত্তর: (খ) লালবাগ কেলস্নায় ৩০। এক লাখী মসজিদের শিল্পকলায় কোন স্থাপত্য রীতির প্রতিফলন লক্ষ্য করা যায়? (ক) মধ্যযুগের (খ) আর্যযুগের (গ) মৌর্যযুগের (ঘ) আধুনিক যুগের সঠিক উত্তর: (ক) মধ্যযুগের ৩১. কার রাজত্বকালে 'ইউসুফ-জোলেখা' কাব্য রচিত হয়? (ক) গিয়সউদ্দীন আযম শাহ (খ) শিহাব উদ্দীন (গ) ইলিয়াস শাহ (ঘ) আহমদ সুজা সঠিক উত্তর: (ক) গিয়সউদ্দীন আযম শাহ ৩২. মধ্যযুগে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস কোনটি? (ক) শিল্প (খ) কৃষি (গ) খনিজ (ঘ) পর্যটন সঠিক উত্তর: (খ) কৃষি নিচের উদ্দীপকটি পড় এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও : আরিফ ও লাবিব দুই বন্ধু। তারা বিভিন্ন স্থাপনা দেখার জন্য বের হয়। তারা দেশের বিভিন্ন স্থান ঘুরে বিভিন্ন স্থাপনা দেখতে পায়। এসব স্থাপনার মধ্যে অধিকাংশই মধ্যযুগের স্থাপত্যের শিল্পের নিদর্শন। তারা জানতে পারে প্রতিটি স্থাপনার নামকরণের পেছনে উলেস্নখযোগ্য কারণ রয়েছে। ৩৩. উদ্দীপকের বর্ণনা অনুযায়ী পান্ডুয়ার এক লাখী মসজিদ কোন ধরনের স্থাপনা? (ক) মসজিদ (খ) কবর (গ) বিচারালয় (ঘ) মক্তব সঠিক উত্তর: (খ) কবর ৩৪. মধ্যযুগে বিভিন্ন রকম স্থাপনা নির্মিত হয়। এর পেছনে যৌক্তিক কারণ কোনটি- (র) ধর্মের প্রসারের জন্য (রর) শাসনকালকে স্মরণীয় রাখতে (ররর) গুণ অর্জনের জন্য নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর: (গ) র ও রর ৩৫. ষাট গম্বুজ মসজিদের সঙ্গে সামঞ্জস্য রয়েছে- (র) এটির গম্বুজ সাতাত্তরটি (রর) উলুখ খান জাহান এটি নির্মাণ করেন (ররর) এটি ওয়ার্ল্ড হেরিটেজ কর্তৃক স্বীকৃত নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ৩৬. 'সাতনামা' গ্রন্থের রচয়িতা কে? (ক) কবি মোজাম্মেল (খ) কবি ফয়জুলস্নাহ (গ) কানাহরি দত্ত (ঘ) আহমদ সুজা সঠিক উত্তর : (ক) কবি মোজাম্মেল ৩৭ . বারদুয়ারী মসজিদের কয়টি দরজা ছিল? (ক) এগারোটি (খ) বারোটি (গ) তেরোটি (ঘ) চৌদ্দটি সঠিক উত্তর: (খ) বারোটি ৩৮. কোনটি হিন্দু নারী সমাজের একটি উলেস্নখযোগ্য বৈশিষ্ট্য? (ক) স্বামীভক্তি (খ) পিতৃভক্তি (গ) গুরুভক্তি (ঘ) মাতৃভক্তি সঠিক উত্তর: (ক) স্বামীভক্তি