জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নিঝুম দ্বীপে
প্রশ্ন: নিঝুম দ্বীপের আয়তন কত? উত্তর: ৯১ বর্গ মাইল প্রশ্ন: সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? উত্তর: ৮ প্রশ্ন: কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে? উত্তর: দেওয়ানগঞ্জ প্রশ্ন: 'চেঙ্গী নদী' কোন জেলায় অবস্থিত? উত্তর: খাগড়াছড়ি \হ প্রশ্ন: মিয়ানমার থেকে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর: ৩টি প্রশ্ন: চলনবিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? উত্তর: রাজশাহী-পাবনা প্রশ্ন: দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত? উত্তর: সাতক্ষীরায় প্রশ্ন: বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: কীর্তনখোলা প্রশ্ন: যশোর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: কপোতাক্ষ প্রশ্ন: গঙ্গা নদীর পানিপ্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব- উত্তর: নপালে জলাধার নির্মাণ প্রশ্ন: ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? উত্তর: যমুনা প্রশ্ন: বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? উত্তর: মেঘনা প্রশ্ন: বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? উত্তর: ফেনী প্রশ্ন: বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? উত্তর: মেঘনা প্রশ্ন: 'হালদা ভ্যালি' কোথায় অবস্থিত? উত্তর: খাগড়াছড়ি প্রশ্ন: স্বর্ণদ্বীপের পূর্ব নাম কি? উত্তর: জাহাইজ্জার চর