প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (গণিত)

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো দশম অধ্যায় ৮। সমান্তরিকের বিপরীত কোণগুলো কেমন? উত্তর : সমান ৯। সামান্তরিকের কর্ণদ্বয় তাদের ছেদবিন্দুতে কী হয়? উত্তর : সমদ্বিখন্ডিত হয় ১০। যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে? উত্তর : রম্বস ১১। রম্বসের বাহুগুলো কেমন? উত্তর : সমান ১২। রম্বসের বিপরীত কোণগুলো কেমন? উত্তর : সমান ১৩। রম্বসের ও বর্গের কর্ণদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে বা কোন কোণে সমদ্বিখন্ডিত করে? উত্তর : ৯০ক্ক কোণে বা সমকোণে ১৪। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে কী বলে? উত্তর : আয়ত ১৫। আয়তের ও বর্গের কয়টি কোণ সমকোণ? উত্তর : ৪টি ১৬। আয়তের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? উত্তর : ৯০ক্ক ১৭। সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অপর কয়টি কোণ সমকোণ হয়? উত্তর : ৩টি ১৮। আয়তের বিপরীত বাহুগুলো কেমন? উত্তর : সমান ১৯। আয়তের বর্গের কর্ণদ্বয় কেমন? উত্তর : সমান ২০। আয়তের কর্ণদ্বয় পরস্পরকে কী করে? উত্তর : সমদ্বিখন্ডিত ২১। যে আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে? উত্তর : বর্গ ২২। যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান এবং একটি কোণ সমকোণ তাকে কী বলে? উত্তর : বর্গ ২৩। বর্গের কয়টি বাহু সমান? উত্তর : ৪টি ২৪। বর্গের কয়টি কোণ সমকোণ? উত্তর : ৪টি ২৫। বর্গের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? উত্তর : ৯০ক্ক ২৬। বর্গের কর্ণদ্বয় কেমন? উত্তর : সমান ২৭। বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কী বলে? উত্তর : জ্যা ২৮। জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে কী বলে? উত্তর : চাপ ২৯। ব্যাস দ্বারা সৃষ্ট বৃত্তের চাপ দুইটি কেমন? উত্তর : সমান ৩০। ব্যাস দ্বারা সৃষ্ট প্রত্যেকটি চাপকে কী বলে? উত্তর : অর্ধবৃত্ত ৩১। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কী বলে? উত্তর : ব্যাস ৩২। বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে কয়টি অর্ধবৃত্তে ভাগ করে? উত্তর : ২টি ৩৩। ব্যাস ব্যাসার্ধের কত গুণ? উত্তর : দ্বিগুণ ৩৪। ব্যাসার্ধ ব্যাসের কত গুণ? উত্তর : অর্ধেক ৩৫। চতুর্ভুজের কোণ কয়টি? উত্তর : ৪টি ৩৬। দুইটি কর্ণ একটি চতুর্ভুজকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে? উত্তর : ৪টি ৩৭। একটি কর্ণ একটি চতুর্ভুজকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে? উত্তর : ২টি ৩৮। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি? উত্তর : ৩৬০ক্ক ৩৯। কোনো সামান্তরিকের একটি কোণ ৫০ হলে, অপর তিনটি কোণের সমষ্টি কত? উত্তর : ৩১০ক্ক ৪০। ১ সমকোণ = কত ডিগ্রি? উত্তর : ৯০ ডিগ্রি ৪১। রম্বস ও বর্গের মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান? উত্তর : রম্বস ও বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে ৪২। একটি বস্ন্যাকবোর্ডের আকার আয়তাকার হলে এর চার কোণায় কোন ধরনের কোণ আছে? উত্তর : সমকোণ