৯ম-১০ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
হাজীগঞ্জ দুর্গ
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো সপ্তম অধ্যায় নিচের উদ্দীপকের আলোকে ৩৯, ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও : শিমুল হোসেন একটি জমকালো অট্টালিকা নির্মাণ করেন। তার অট্টালিকায় জ্ঞানী-গুণী ব্যক্তিরা আনাগোনা করেন। অত্র এলাকাবাসী ধর্মপ্রাণ ও শিক্ষিত ব্যক্তিদিগকে যথেষ্ট শ্রদ্ধা করত এবং এলাকার সমাজপতিরা শ্রদ্ধা প্রদর্শন হিসেবে ভাতা ও জমি বরাদ্দ করত। তাদের সমাজে খতনা, আকিকা ও বিবাহ প্রচলিত ছিল। ৩৯. উদ্দীপকের সঙ্গে কোন শাসনামল সঙ্গতিপূর্ণ? (ক) হিন্দু (খ) মুঘল (গ) সুলতানি (ঘ) মুসলমান সঠিক উত্তর: (ঘ) মুসলমান ৪০. উক্ত সমাজের প্রিয় খাবার কোনটি? (ক) ভাত (খ) কোর্মা (গ) খিচুড়ি (ঘ) রেজালা সঠিক উত্তর: (গ) খিচুড়ি ৪১. আলোচ্য সমাজের সঙ্গে সংশ্লিষ্ট- (র) নৌকা বাইচ (রর) উত্তরাধিকারসূত্রে সরকারি পদ (ররর) হোলিখেলা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক) র ও রর ৪২. কৌলিন্য প্রথার ব্যাপক প্রচলন ছিল- (র) ব্রাহ্মণদের মধ্যে (রর) বৈদ্যদের মধ্যে (ররর) কায়াস্তদের মধ্যে নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) ররর (ঘ) র, রর ও রর সঠিক উত্তর: (ঘ) র, রর ও রর ৪৩. হাজীগঞ্জ দুর্গ কোন জেলায় অবস্থিত? (ক) চাঁদপুর (খ) নারায়ণগঞ্জ (গ) বগুড়া (ঘ) কিশোরগঞ্জ সঠিক উত্তর: (খ) নারায়ণগঞ্জ ৪৪. শিব ধর্মের বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী? (ক) একক সাধনা (খ) কঠোর সাধনা (গ) যোগসাধনা (ঘ) একনিষ্ঠ সাধনা সঠিক উত্তর : (গ) যোগসাধনা ৪৫. আরাকান রাজ্যসভার শ্রেষ্ঠ কবি ছিলেন- (ক) দৌলত কাজী (খ) বাহরাম খান (গ) কৃত্তিবাস (ঘ) শেখ খুৎবন সঠিক উত্তর: (ক) দৌলত কাজী ৪৬. লালবাগ দুর্গের ভিতরে রয়েছে- (র) বিবি পরীর সমাধিসৌধ (রর) একটি মসজিদ ও একটি গম্বুজ (ররর) শায়েস্তা খানের স্ত্রীর সমাধিসৌধ। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক) র ও রর ৪৭. মধ্যযুগের শাসকবর্গের ভাষা ছিল কোনটি? (ক) বাংলা (খ) আরবি (গ) ফারসি (ঘ) ইংরেজি সঠিক উত্তর: (গ) ফারসি ৪৮. মধ্যযুগে হিন্দু বালক-বালিকারা কোথায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করত? (ক) মন্দিরে (খ) পাঠশালায় (গ) নিজ গৃহে (ঘ) পাঠাগারে সঠিক উত্তর: (গ) নিজ গৃহে ৪৯. স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের প্রথম রাজধানী নিচের কোনটি? (ক) সোনারগাঁও (খ) গৌড় (গ) পুন্ড্রনগর (ঘ) পান্ডুয়া সঠিক উত্তর: (খ) গৌড়