বেগম রোকেয়ায় সেমিনার

প্রকাশ | ২২ আগস্ট ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পিএইচডি গবেষণার প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। \হসেমিনারে পিএইচডি গবেষক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক ' গ্রথ অ্যান্ড ডেভেলপমেন্ট অব স্মল স্কেল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ উইথ স্পেশাল রেফারেন্স টু সাম সিলেকটেড এরিয়াস অব রংপুর ডিভিশন' শিরোনামে তার গবেষণা উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউলস্নাহ, বিএনসিসিও। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন গবেষকের সুপারভাইজারের দায়িত্ব পালনকারী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. মতিউর রহমান এবং অন্যদের মাঝে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন বক্তব্য রাখেন।