জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মুক্তিযুদ্ধের সময় প্রচারিত অনুষ্ঠানের মধ্যে ছিল-

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
দ্বিতীয় অধ্যায় ১০৪। মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে এসে দাঁড়ায় ভারতের অধিকাংশ- (র) বেসরকারি সংগঠন (রর) পেশাজীবী সম্প্রদায় (ররর) রাজনৈতিক দল। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : ঘ) র,রর ও ররর ১০৫। ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তান ভারতের বিমান ঘাটিতে হামলা চালায়? (ক) ২ নভেম্বর (খ) ৩ নভেম্বর (গ) ২ ডিসেম্বর (ঘ) ৩ ডিসেম্বর সঠিক উত্তর : (ঘ) ৩ ডিসেম্বর ১০৬। মুক্তিযুদ্ধে ভারত সরকারের অবদান হলো- (র) এক কোটি শরণার্থীকে আশ্রয় দান (রর) রাজাকারদের সহযোগিতা করা (ররর) শরণার্থীদের ভরণপোষণের দায়িত্ব গ্রহণ নিচের কোনটি সঠিক (ক) র ও ররর (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও ররর ১০৭। কোন কোন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে? (ক) ফ্রান্স ও যুক্তরাজ্য (খ) সৌদি আরব ও সোভিয়েত রাশিয়া (গ) যুক্তরাষ্ট্র ও চীন (ঘ) ভারত ও পাকিস্তান সঠিক উত্তর : (গ) যুক্তরাষ্ট্র ও চীন ১০৮। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাঙালিরা সভা-সমাবেশের আয়োজন করে অর্থ সংগ্রহ করে। তাদের এ কাজের উদ্দেশ্য কী ছিল? (ক) হাসপাতাল তৈরি (খ) বিদ্যালয় তৈরি (গ) মুক্তিযুদ্ধে সহায়তা (ঘ) দুস্তদের খাবার বিতরণ সঠিক উত্তর : (গ) মুক্তিযুদ্ধে সহায়তা ১০৯। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার টিক্কা খানকে সরিয়ে ডা.মালিককে গভর্নর নিযুক্ত করে দেন কেন? (ক) যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য (খ) বাঙালিদেরকে শান্ত করার জন্য (গ) টিক্কা খান অযোগ্য ছিলেন বলে (ঘ) বিশ্ববাসীকে বিভ্রান্ত করার জন্য সঠিক উত্তর : (ঘ) বিশ্ববাসীকে বিভ্রান্ত করার জন্য ১১০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত অনুষ্ঠানের মধ্যে ছিল- (র) চরমপত্র (রর) বজ্রকন্ঠ (ররর) ওরা এগারো জন। \হনিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও রর ১১১। জামায়াত নেতা মাওলানা এ কে এম ইউসুফ-এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বা সাদৃশ্যপূর্ণ? (ক) বিদেশি সাংবাদিক (খ) রাজাকার বাহিনী গঠন (গ) শান্তি কমিটির প্রধান (ঘ) আলবদর বাহিনী গঠন সঠিক উত্তর : (খ) রাজাকার বাহিনী গঠন ১১২। মুসলিম লীগ ও অন্যান্য সাম্প্রদায়িক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো কোন বাহিনী গঠন করে? (ক) রাজাকার বাহিনী (খ) মুজিব বাহনী (গ) আলবদর বাহিনী (ঘ) শান্তি কমিটি সঠিক উত্তর : (ক) রাজাকার বাহিনী