৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

বাংলা ২য় পত্র

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
ভাষা ও বাংলা ভাষা ২৩. প্রমিত ভাষার অপর নাম কী? ক. ব্যক্তিভাষা খ. সামাজিক ভাষা গ. উপভাষা ঘ. কথ্যভাষা সঠিক উত্তর : গ. উপভাষা ২৪. বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তাকে কী ভাষা বলে? ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা গ. উপভাষা ঘ. কথ্য ভাষা সঠিক উত্তর : ঘ. কথ্য ভাষা ২৫. ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাকে কী ভাষা বলে? ক. প্রমিত ভাষা খ. ব্যক্তিভাষা গ. উপভাষা ঘ. কথ্যভাষা সঠিক উত্তর : খ. ব্যক্তিভাষা ২৬. সমাজের কোনো বিশেষ শ্রেণির ভাষাকে কী ভাষা বলে? ক. আঞ্চলিক ভাষা খ. সামাজিক ভাষা গ. উপভাষা ঘ. কথ্যভাষা সঠিক উত্তর : খ. সামাজিক ভাষা ২৭. সামাজিক ভাষা কত প্রকার? ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার সঠিক উত্তর : ক. দুই প্রকার ২৮. অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে? ক. উচ্চশ্রেণির ভাষা খ. উচ্চভাষা গ. অভিজাত ভাষা ঘ. সম্ভ্রান্ত শ্রেণির ভাষা সঠিক উত্তর : ক. উচ্চশ্রেণির ভাষা ধ্বনি, বর্ণ, সন্ধি ১. ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত, সেগুলোকে একত্রে কী বলে? ক. শ্বাসনালি খ. স্বরযন্ত্র গ. গলনালি ঘ. বাগ্যন্ত্র সঠিক উত্তর : ঘ. বাগ্যন্ত্র ২. বাগ্যন্ত্রের সাহায্যে আমরা কী উৎপাদন করি? ক. ধ্বনি খ. বর্ণ গ. শব্দ ঘ. বাক্য সঠিক উত্তর : ক. ধ্বনি ৩. যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে কী বলে? ক. স্বরধ্বনি খ. স্বরবর্ণ গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ব্যঞ্জনবর্ণ সঠিক উত্তর : ক. স্বরধ্বনি ৪. কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়? ক. অ খ. আ গ. ই ঘ. উ সঠিক উত্তর : গ. ই