প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

২.৫ ইঞ্চিতে কত সে.মি.?

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
দশম অধ্যায় ৪২। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কী করে? উত্তর : সমকোণে সমদ্বিখন্ডিত করে ৪৩। আয়তক্ষেত্রের কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? উত্তর : ৩৬০ ডিগ্রি ৪৪। আয়তক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য ৪ সে.মি. হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত? উত্তর : ৪ সে.মি. ৪৫। বর্গের একটি কর্ণ ৩ সে.মি. হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.? উত্তর : ৪ সে.মি. ৪৬। বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে? উত্তর : ব্যাস ৪৭। ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক লিখ। উত্তর : ব্যাস = ব্যাসার্ধ ক্ম ২ ৪৮। কোনো বৃত্তের ব্যাস ৪ সে.মি. হলে, ঐ বৃত্তের ব্যাসার্ধ কত? উত্তর : ২ সে.মি. ৪৯। কোনো বৃত্তের ব্যাসার্ধ ২.৫ সে.মি. হলে, ঐ বৃত্তের ব্যাস কত সে.মি.? উত্তর : ৫ সে.মি. একাদশ অধ্যায় ১। ২.৫ ইঞ্চিতে কত সে.মি.? উত্তর : ৬.৩৫ সে.মি. ২। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কী? উত্তর : মিটার ৩। ওজন পরিমাপের মূল একক কী? উত্তর : গ্রাম ৪। তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কী? উত্তর : লিটার ৫। কোনো ক্ষেত্রের পরিমাপকে ঐ ক্ষেত্রের কী বলে? উত্তর : ক্ষেত্রফল ৬। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : ত্রিভুজের ক্ষেত্রফল = ক্ম ভূমি ক্ম উচ্চতা ৭। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য ক্ম প্রস্থ ৮। ১ মাইল = কত কিলোমিটার? উত্তর : ১.৬১ কিলোমিটার ৯। কত মাইলে ১ কিলোমিটার? উত্তর : ০.৬২ মাইলে ১০। ১ হেক্টর সমান কত বর্গমিটার? উত্তর : ১০,০০০ বর্গমিটার ১১। হেক্টো শব্দের অর্থ কী? উত্তর : শতগুণ ১২। ১ মেট্রিক টন = কত কেজি? উত্তর : ১০০০ কেজি ১৩। ১ কুইন্টাল = কত কেজি? উত্তর : ১০০ কেজি