৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা (বাংলা ২য় পত্র)

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
গোলাকৃত স্বরধ্বনি-
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। ধ্বনি, বর্ণ, সন্ধি ৫. স্বরধ্বনির উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি সঠিক উত্তর : খ. তিনটি ৬. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে? ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য-স্বরধ্বনি গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন-স্বরধ্বনি সঠিক উত্তর : ক. সম্মুখ স্বরধ্বনি ৭. জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে কী বলে? ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য-স্বরধ্বনি গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন-স্বরধ্বনি সঠিক উত্তর : খ. মধ্য-স্বরধ্বনি ৮. জিভ সবচেয়ে ওপরে তুলে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে? ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য-স্বরধ্বনি গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন-স্বরধ্বনি সঠিক উত্তর : গ. পশ্চাৎ স্বরধ্বনি ৯. একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. অনুনাসিক স্বরধ্বনি গ. মৌখিক স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : খ. অনুনাসিক স্বরধ্বনি ১০. জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. উচ্চ-স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : খ. নিম্ন-স্বরধ্বনি ১১. জিভ নিম্ন-স্বরধ্বনির তুলনায় ওপরে এবং উচ্চ-স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. উচ্চ স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি ১২. জিভ উচ্চ-মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন-স্বরধ্বনি থেকে ওপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. মধ্য-স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি ১৩. ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : ক. ২ ১৪. যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয় সেই স্বরধ্বনিগুলোকে কী বলে? ক. গোলাকৃত স্বরধ্বনি খ. অগোলাকৃত স্বরধ্বনি গ. সংবৃত স্বরধ্বনি ঘ. বিবৃত স্বরধ্বনি সঠিক উত্তর : ক. গোলাকৃত স্বরধ্বনি ১৫. গোলাকৃত স্বরধ্বনি কোনটি? ক. অ খ. আ গ. ই ঘ. এ সঠিক উত্তর : ক. অ ১৬. যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে, সেগুলোকে কী বলে? ক. গোলাকৃত স্বরধ্বনি খ. অগোলাকৃত স্বরধ্বনি গ. সংবৃত স্বরধ্বনি ঘ. বিবৃত স্বরধ্বনি সঠিক উত্তর : খ. অগোলাকৃত স্বরধ্বনি