৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা বাংলা ২য় পত্র

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। ধ্বনি, বর্ণ, সন্ধি ১৭. অগোলাকৃত স্বরধ্বনি কোনটি? ক. অ খ. আ গ. এ খ. ও সঠিক উত্তর : গ. এ ১৮। জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? ক. জিহ্বামূলীয় ধ্বনি খ. দন্ত্য ধ্বনি গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য ধ্বনি সঠিক উত্তর : ক. জিহ্বামূলীয় ধ্বনি ১৯. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায়? ক. ম্‌ খ.ল্‌ গ. ট্‌ ঘ থ্‌ সঠিক উত্তর : খ. ল্‌ ২০। অ বা আ-ধ্বনির পরে ই বা ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়? ক. এ খ. ঈ গ. উ ঘ. আ সঠিক উত্তর : ঘ. আ ২১. ওপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে? ক. দন্তমূলীয় ধ্বনি খ. দন্ত্য ধ্বনি গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি সঠিক উত্তর : গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ২২. জিভের সামনের অংশ ওপরের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? ক. দন্তমূলীয় ধ্বনি খ. দন্ত্য ধ্বনি গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি সঠিক উত্তর : খ. দন্ত্য ধ্বনি ২৩. জিভের সামনের অংশ ও ওপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয়? ক. দন্তমূলীয় ধ্বনি খ. দন্ত্য ধ্বনি গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি, ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি সঠিক উত্তর : ক. দন্তমূলীয় ধ্বনি ২৪. জিভের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উৎপাদিত হয়? ক. প্রতিবেষ্টিত ধ্বনি খ. দন্ত্য ধ্বনি গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি সঠিক উত্তর : ক. প্রতিবেষ্টিত ধ্বনি ২৫. জিভের সামনের অংশ ওপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? ক. প্রতিবেষ্টিত ধ্বনি খ. দন্ত্য ধ্বনি গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি সঠিক উত্তর : ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি ২৬। জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? ক. প্রতিবেষ্টিত ধ্বনি খ. দন্ত্য ধ্বনি গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য ধ্বনি সঠিক উত্তর : ঘ. তালব্য ধ্বনি