প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কোন কোন মাস ৩১ দিনে হয় ?
আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো দ্বাদশ অধ্যায় ৩। সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কে কী বলে? উত্তর : রাত্রি ৪। বাংলা কোন কোন মাস ৩০ দিনে হয়? উত্তর : আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র ৫। বাংলা কোন কোন মাস ৩১ দিনে হয়? উত্তর : বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ৬। বাংলা মতে কয়টি মাস ৩০ দিনে হয়? উত্তর : ৭টি ৭। বাংলা মতে কয়টি মাস ৩১ দিনে হয়? উত্তর : ৫টি ৮। ইংরেজি কোন কোন মাস ৩১ দিনে হয়? উত্তর : জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর ও ডিসেম্বর ৯। ইংরেজি কোন কোন মাস ৩০ দিনে হয়? উত্তর : এপ্রিল, জুন, সেপ্টেম্বর ও নভেম্বর ১০। ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ওই মাসের শেষ তারিখ কী বার? উত্তর : শনিবার ১১। অধিবর্ষ ১ বছর = কত দিন? উত্তর : ৩৬৬ দিন ১২। ১৮০০ সালের বছরটি কত দিনে হয়েছিল? উত্তর : ৩৬৫ দিনে ১৩। পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে? উত্তর : ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড ১৪। ২০১২ সালের ফেব্রম্নয়ারি মাস কত দিনে ছিল? উত্তর : ২৯ দিনে ১৫। ১৯৯৮ সালের ফেব্রম্নয়ারি মাস কত দিনে ছিল? উত্তর : ২৮ দিনে ১৬। ২০১২ সাল অধিবর্ষ কেন? উত্তর : কারণ এটি ৪০০ দ্বারা বিভাজ্য ১৭। কত দিনে ১ বছর ধরা হয়? উত্তর : ৩৬৫ দিনে ১৮। খ্রিষ্টাব্দ কত সাল থেকে নিয়মিত অধিবর্ষ গণনা শুরু হয়? উত্তর : ৮ সাল থেকে ১৯। ধারাবাহিক ১০ বছরের সময়কালকে কী বলা হয়? উত্তর : ১ দশক ২০। ২০০১ সাল খেকে ২০১০ সাল পর্যন্ত সময়কে কী বলা হয়? উত্তর : ১ দশক ২১। ধারাবাহিক ১২ বছরের সময়কালকে কী বলা হয়? \হউত্তর : ১ যুগ ২২। ধারাবাহিক ১০০ বছরের সময়কালকে কী বলা হয়? \হউত্তর : ১ শতাব্দী ২৩। ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সময়কালকে কী বলে? উত্তর : ১ শতাব্দী ২৪। ১৯৫০ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত সময়কালকে কী বলে? উত্তর : ১ যুগ ২৫। মাসের উলেস্নখ না থাকলে যে কোনো মাস কত দিনে ধরা হয়? উত্তর : ৩০ দিনে ২৬। কত সাল থেকে কত সাল পর্যন্ত ত্রয়োদশ শতাব্দী? উত্তর : ১২০১ সাল থেকে ১৩০০ সাল পর্যন্ত ২৭। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? উত্তর : ঊনবিংশ শতাব্দীতে ২৮। আন্তর্জাতিক রীতিতে কোন সময়কালকে একদিন ধরা হয়? উত্তর : রাত ১২টার পর থেকে পরবর্তী রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়কে ১ দিন ধরা হয়। ২৯। দেশীয় রীতিতে রাত যখন ১টা ৩০ মিনিট, আন্তর্জাতিক রীতিতে তখন কয়টা বাজে? উত্তর : ১টা ৩০ মিনিট ৩০। দেশীয় রীতিতে দুপুর যখন ১টা ৩০ মিনিট, আন্তর্জাতিক রীতিতে তখন কয়টা বাজে? উত্তর : ১৩টা ৩০ মিনিট ৩১। কোন রীতিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত বলা হয় না? উত্তর : আন্তর্জাতিক রীতিতে ৩২। আন্তর্জাতিক রীতিতে যখন ১৬টা ৪৫ মিনিট, দেশীয় রীতিতে তখন কয়টা বাজে? উত্তর : বিকাল ৪টা ৪৫ মিনিট