ঢাবির উর্দু বিভাগের পুনর্মিলনী

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ মিলনমেলায় অংশ নেয় বিভাগের সাবেক শিক্ষার্থীরা। সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে মিলনমেলা। উর্দু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. জাফর আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে পুনর্মিলনীতে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী। ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়। অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- গোলাম মাওলা, হুসাইনুল বান্না, মো. ইসমাইল হোসেন, মো. মশিউর রহমান, আমির আমজাদ মুন্না, মো. এমদাদুল হক, সাগর আহমদ, লিপি আক্তার, আব্দুলস্নাহ আল মামুন, মু. ইনায়াতুলস্নাহ সিদ্দিকী, আলমগীর হোসাইন, মুখতার আহমদ, নাজিয়া নূর, সাবিনা আক্তার, সুরাইয়া খাতুন, ফারহানা ইয়াসমিন প্রমুখ।