ইউল্যাবে দুদিনব্যাপী সম্মেলন

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) উচ্চশিক্ষা সম্পর্কিত প্রথম সিইটিএল (সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট ইউল্যাবের অডিটোরিয়ামে দুদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুলস্নাহ। এসময় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচএম জহিরুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং। প্রথম দিনে পেস্ননারি সেশনে অংশ নেন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ওমর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড রিসার্চের ডিরেক্টর সৈয়দা তাহমিনা আখতার, ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও সাবেক উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ান খান। এ পেস্ননারি সেশনের সেশন সভাপতি ছিলেন অধ্যাপক ইমরান রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান।