প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
১ দিন = কত ঘণ্টা?
দ্বাদশ অধ্যায় ৩৩। ১ শতাব্দী = কত বছর? উত্তর : ১০০ বছর ৩৪। ১ ঘণ্টা = কত সেকেন্ড? উত্তর : ৩৬০০ সেকেন্ড ৩৫। ১ দিন = কত ঘণ্টা? উত্তর : ২৪ ঘণ্টা ত্রয়োদশ অধ্যায় ১। উপাত্ত কত প্রকার ও কী কী? উত্তর : ২ প্রকার। যথা : বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত ২। বিন্যস্ত উপাত্ত কাকে বলে? উত্তর: যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। ৩। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? উত্তর : যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। ৪। এরিয়ার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর কততম স্থানে রয়েছে? উত্তর : ৯০তম ৫। শ্রেণি ব্যবধান কাকে বলে? উত্তর : প্রত্যেক শ্রেণির দুইটি মানের মধ্যে পার্থক্য বা ব্যবধান হলো শ্রেণি ব্যবধান। ৬। উপাত্ত কাকে বলে? উত্তর : প্রাপ্ত তথ্যসমূহ সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে। ৭। ২০-২৯, ৩০-৩৯, ৪০-৪৯, ৫০-৫৯ উপাত্তগুলোকে কী ধরনের উপাত্ত বলে? উত্তর : বিন্যস্ত উপাত্ত ৮। ৩২, ১৮, ৪৫, ৪৭, ৩৫ উপাত্তগুলোকে কী ধরনের উপাত্ত বলে? উত্তর : অবিন্যস্ত উপাত্ত ৯। বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি হয়ে থাকে? উত্তর : লেখচিত্র ১০। চাক্ষুস প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্রকে কী বলে? উত্তর : লেখচিত্র ১১। কোনো উপাত্তের সর্বোচ্চ মান ৯৮ এবং সর্বনিম্ন মান ৪১ হলে, তাদের ব্যবধান কত? উত্তর : ৫৭ ১২। বাংলাদেশের মোট এরিয়া বা আয়তন কত? উত্তর: ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার (এক লক্ষ সাতচলিস্নশ হাজার বর্গ কিলোমিটার) ১৩। দক্ষিণ এশিয়ার কোন দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তর : ভারতে ১৪। দক্ষিণ এশিয়ার কোন দেশে জনসংখ্যা সবচেয়ে কম? উত্তর : ভুটানে ১৫। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? উত্তর : কোনো এলাকায় গড়ে প্রতি বর্গ কিলোমিটারে যত লোক বাস করে সেই সংখ্যা হলো ঐ এলাকার জনসংখ্যার ঘনত্ব। ১৬। পটুয়াখালী জেলার লোকসংখ্যা প্রায় ১৫ লক্ষ ১৭ হাজার এবং এরিয়া ৩২২১ বর্গ কিলোমিটার। পটুয়াখালী জেলার জনসংখ্যার ঘনত্ব কত? উত্তর : ৪৭১ জন [ঐরহঃং: জনসংখ্যার ঘনত্ব = ১৭। ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? উত্তর : ১৪,২৩,১৯,০০০ ১৮। কয়টি অক্ষরেখার সাহায্যে লেখচিত্র আঁকা হয়? উত্তর : ২টি ১৯। প্রদত্ত তথ্য বা সংগৃহীত উপাত্ত সহজে বোঝার ও দৃশ্যমান করার জন্য কার্যকর মাধ্যমের নাম কী? উত্তর : লেখচিত্র ২০। ২০০১ সাল খেকে ২০১০ সাল পর্যন্ত সময়কে কী বলা হয়? উত্তর : ১ দশক ২১। একটি আদর্শ পরিবারের লেকসংখ্যা কত? উত্তর : ৪ জন