একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
অধ্যায়-১ ১৪. ইন্টারনেটের কল্যাণে সম্ভব হচ্ছে- র. ভিডিও চ্যাটিং রর. ভিডিও কনফারেন্সিং ররর. ই-মেইলিং নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ১৫. কোনটি ই-কমার্সের বৈশিষ্ট্য? ক. স্বল্পসময়ে ক্রয়-বিক্রয় করা যায় খ. ক্রেতা-বিক্রেতার প্রত্যক্ষ যোগাযোগ হয় গ. ব্যবসায় আর্থিক খরচ বৃদ্ধি পায় ঘ. ব্যবসায় শ্রম ও ঝুঁকি বৃদ্ধি পায় সঠিক উত্তর: ক. স্বল্পসময়ে ক্রয়-বিক্রয় করা যায় ১৬. বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয়? ক. চিকিৎসাবিজ্ঞানে খ. শিক্ষাক্ষেত্রে গ. ব্যক্তি শনাক্তকরণে ঘ. যোগাযোগের ক্ষেত্রে সঠিক উত্তর: গ. ব্যক্তি শনাক্তকরণে ১৭. আর্থ-সামাজিক উন্নয়নে বৈপস্নবিক পরিবর্তন এনেছে- র. মোবাইল ফোন রর. টেলিভিশন ররর. কম্পিউটার নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর নিচের উদ্দীপকের আলোকে ১৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও। কামাল মেশিন রিডেবল পাসপোর্টের জন্য অফিসে গেলে তার ছবি তোলা হয় এবং আঙুলের ছাপ নেওয়া হয়। কিছুদিন পর একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে সে জানতে পারে তার পাসপোর্টটি তৈরি হয়েছে। ১৮. উদ্দীপকে পাসপোর্ট তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? র. বায়োমেট্রিক্স রর. বায়োইনফরমেট্রিক্স ররর. রোবটিক্স নিচের কোনটি সঠিক ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ১৯. আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে চাঁদে বিচরণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি? ক. রোবটিক্স খ. ভার্চু্যয়াল রিয়েলিটি গ. বায়োমেট্রিক্স ঘ. বায়োইনফরমেট্রিক্স সঠিক উত্তর: খ. ভার্চু্যয়াল রিয়েলিটি নিচের উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নাম্বার প্রশ্নের উত্তর দাও। ড. নাহার অফিসে প্রবেশের সময় দরজার বাটনে বৃদ্ধাঙ্গুলি স্থাপন করার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার-৪০০ তাপ মাত্রায় বিশেষ প্রযুক্তির সাহায্যে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। ২০. ড. নাহার কোন প্রযুক্তি ব্যবহার করে কক্ষে প্রবেশ করলেন? ক. ন্যানো টেকনোলজি খ. বায়োমেট্রিক্স গ. রোবটিক্স ঘ. বায়োইনফরমেট্রিক্স সঠিক উত্তর: খ. বায়োমেট্রিক্স ২১. উদ্দীপকে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পদ্ধতিটি- র. পার্শ্বপ্রতিক্রিয়াহীন রর. কম সময়ে সম্পন্ন হয় ররর. কোষ ক্ষয় হ্রাস করে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ২২. জীববিজ্ঞানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহৃত হয় কোন পদ্ধতিতে? ক. বায়োমেট্রিক্স খ. বায়োইনফরমেট্রিক্স গ. ক্রায়োসার্জারি ঘ. রোবটিক্স সঠিক উত্তর: খ. বায়োইনফরমেট্রিক্স ২৩. উচ্চফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ. রোবটিক্স গ. ক্রায়োসার্জারি ঘ. ন্যানো টেকনোলজি সঠিক উত্তর: ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ২৪. খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ করার প্রযুক্তি হলো- ক. ন্যানো টেকনোলজি খ. বায়োমেট্রিক্স গ. বায়োইনফরমেট্রিক্স ঘ. জেনেটিক সঠিক উত্তর: ক. ন্যানো টেকনোলজি ২৫. কোনটি ভার্চু্যয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ক. ত্রিমাত্রিক সিমুলেশন/কৃত্রিম পরিবেশ খ. হ্যান্ড জিওমেট্রি গ. বায়োলজিক্যাল ডেটা ঘ. দ্বিমাত্রিক সিমুলেশন সঠিক উত্তর: ক. ত্রিমাত্রিক সিমুলেশন/কৃত্রিম পরিবেশ