নবম-দশম শ্রেণির পড়াশোনা (জীববিজ্ঞান)

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো। অধ্যায়- ১ ২৫। কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ। উত্তর : ঠরনৎরড় পযড়ষবৎধব ২৬। আমাদের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম লিখ। উত্তর : অৎঃড়পধৎঢ়ঁং যবঃধৎড়ঢ়যুষষঁং ২৭। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম লিখ। উত্তর : ঈড়ঢ়ংুপযঁং ংধঁষধৎরং ২৮। ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ। উত্তর : চষধংসড়ফরঁস ারাধী ২৯। জীবের বৈজ্ঞানিক নামের দ্বিতীয় পদকে কী বলে? উত্তর : প্রজাতি ৩০। ক্যারোলাস লিনিয়াস কোন গ্রন্থে জীবের দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন? উত্তর : ঝুংঃবসধ ঘধঃঁৎধব ৩১। কোন রাজ্যের জীবকোষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পদার্থ অনুপস্থিত? উত্তর : মনেরা ৩২। একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে মূলত ধাপ কয়টি? উত্তর :৭টি ৩৩। কেমোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের সদস্য? উত্তর : মনেরা ৩৪। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর : মনেরা ৩৫। কোন রাজ্যের জীবে কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটে? উত্তর: প্রোটিস্টা ৩৬। উদ্ভিদজগতের শ্রেণিবিন্যাসের সুনির্দিষ্ট ধাপগুলোকে কী বলে? উত্তর : ট্যাক্সা ৩৭। জীববিজ্ঞানের কোন শাখায় জীবদেহে হরমোনবিষয়ক জ্ঞান আলোচিত হয়? উত্তর : এন্ডোক্রাইনোলজি ৩৮। কোন শাখার মাধ্যমে উদ্ভিদের শর্করা তৈরির পদ্ধতি সম্পর্কে জানা যায়? উত্তর : ফিজিওলজি ৩৯। কোন রাজ্যে উন্নত টিসু্যতন্ত্র বিদ্যমান? উত্তর : পস্নান্টি ৪০। লিনিয়াসের যুগ থেকে বিংশ শতাব্দীর মাঝ পর্যন্ত জীবজগৎকে কয়টি রাজ্যে শ্রেণিবিন্যাস করা হতো? উত্তর : ২টি অধ্যায় - ২ ১। প্রতিটি জীবদেহ কী দিয়ে গঠিত? উত্তর : কোষ ২। কোষ কে আবিষ্কার করেন? উত্তর : রবার্ট হুক ৩। জীবদেহের ভৌত ভিত্তি কী? উত্তর :প্রোটোপস্নাজম ৪। রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন? উত্তর : ১৬৬৫ সালে ৫। রোয়ী ও সিকেভিজ কত সালে কোষকে সংজ্ঞায়িত করেছেন? উত্তর : ১৯৬৯ সালে ৬। দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা জননকোষের কত গুণ? উত্তর : দ্বিগুণ