নবম-দশম শ্রেণির পড়াশোনা

জীববিজ্ঞান

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
মাইটোকন্ড্রিয়া
অধ্যায়- ২ ৭। পস্নাস্টিড কয় প্রকার? উত্তর : ৩ প্রকার ৮। পস্নাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? উত্তর : গ্রানা ৯। কোষঝিলস্নী কী দ্বারা গঠিত? উত্তর : লিপিড ও প্রোটিন ১০। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত? উত্তর : লিপিড ও প্রোটিন ১১। মাইটোকন্ড্রিয়া কে নামকরণ করেন? উত্তর : বেনডা ১২। কত সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়? উত্তর : ১৮৯৮ সালে ১৩। সাইটোপস্নাজমের বাইরের দিকের শক্ত আবরণকে কী বলে? উত্তর : এক্টোপস্নাজম ১৪। মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কী বলে? উত্তর : ক্রিস্টি ১৫। শ্বসনের প্রধান ধাপ কয়টি? উত্তর : ২টি ১৬। শ্বসনের ক্রেব্‌স চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়? উত্তর : মাইটোকন্ড্রিয়া ১৭। ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে কোন পস্নাস্টিডে? উত্তর : ক্লোরোপস্নাস্ট ১৮। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? উত্তর : মাইটোকন্ড্রিয়াকে ১৯। আমিষ সংশ্লেষণে সাহায্য করে কোষের কোন অঙ্গাণু? উত্তর : রাইবোজোম ২০। নিউক্লিয়াসের ভেতরে জেলির মতো যে বস্তু বা রস থাকে তাকে কী বলে? উত্তর : নিউক্লিওপস্নাজম ২১। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়? উত্তর : রাইবোজোমে