জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
সংবিধান হলো-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো অধ্যায়-৭ ২৪. সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কতটি? ক. ছয়টি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি সঠিক উত্তর : খ. চারটি ২৫. সংবিধান হলো- ক. রাষ্ট্র পরিচালনার দলিল খ. রাষ্ট্র পরিচালনার হাতিয়ার গ. রাষ্ট্র পরিচালনার কৌশল ঘ. রাষ্ট্রের যাবতীয় কর্মকান্ড সঠিক উত্তর : ক. রাষ্ট্র পরিচালনার দলিল ২৬. কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়? ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী খ. সংবিধান অনুযায়ী গ. প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী সঠিক উত্তর : খ. সংবিধান অনুযায়ী ২৭. দীর্ঘ কয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়? ক. ১০ মাসের খ. ৯ মাসের গ. ৮ মাসের ঘ. ৭ মাসের সঠিক উত্তর : খ. ৯ মাসের ২৮. গণপরিষদের প্রথম অধিবেশন বসে- ক. ১৯৭২ সালের ১৭ এপ্রিল খ. ১৯৭১ সালের ১০ এপ্রিল গ. ১৯৭২ সালের ১০ এপ্রিল ঘ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল। সঠিক উত্তর : গ. ১৯৭২ সালের ১০ এপ্রিল ২৯. সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয় কবে? ক. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর খ. ১৯৭১ সালের ১০ ডিসেম্বর গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঘ. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সঠিক উত্তর : গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০. কত সালে বাংলাদেশের একটি অস্থায়ী সংবিধান জারি করা হয়? ক. ১৯৭১ সালে খ. ১৯৭৪ সালে গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭২ সালে সঠিক উত্তর : ঘ. ১৯৭২ সালে ৩১. ১৯৭২ সালে কাকে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি করা হয়? ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খ. ড. কামাল হোসেনকে গ. তাজউদ্দীন আহমদকে ঘ. সৈয়দ নজরুল ইসলামকে সঠিক উত্তর : খ. ড. কামাল হোসেনকে ৩২. কয় মাসের মধ্যে আমরা একটি সংবিধান লাভ করি? ক. সাড়ে ছয় মাস খ. সাড়ে সাত মাস গ. সাড়ে আট মাস ঘ. সাড়ে নয় মাস সঠিক উত্তর : ক. সাড়ে ছয় মাস ৩৩. 'এ সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে'। এ কথাটি কে বলেছেন? ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. ড. কামাল হোসেন গ. তাজউদ্দীন আহমদ ঘ. সৈয়দ নজরুল ইসলাম সঠিক উত্তর : ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৪. এ যাবত আমাদের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? ক. ১৭ বার খ. ১৬ বার গ. ১৫ বার ঘ. ১৪ বার সঠিক উত্তর : গ. ১৫ বার ৩৫. আমাদের সংবিধানের সর্বশেষ সংশোধনী গৃহীত হয়- ক. ২০১১ সালের ৩০ জুন খ. ২০১১ সালের ২০ জুন গ. ২০১০ সালের ৩০ জুন ঘ. ২০১২ সালের ৩০ জুন সঠিক উত্তর : ক. ২০১১ সালের ৩০ জুন ৩৬. বাংলাদেশের পরিচয় বাংলাদেশ একটি- ক. রাজতান্ত্রিক রাষ্ট্র খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র গ. সাম্প্রদায়িক রাষ্ট্র ঘ. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র সঠিক উত্তর : ঘ. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র