বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ( সাধারণজ্ঞান)

প্রিয় শিক্ষার্থী, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
৫৪। ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেল ১৯৭১ সালের ডিসেম্বর মাসের- ক. ০৫ তারিখে খ. ০৬ তারিখে গ. ০৭ তারিখে ঘ. ০৮ তারিখে সঠিক উত্তর : খ. ০৬ তারিখে ৫৫। নিম্নের কোন ব্যক্তি ভাস্কর্য শিল্পী নহেন? ক. মৃণাল হক খ. নির্মলেন্দু গুণ গ. নিতুন কুন্ডু ঘ. হামিদুজ্জামান সঠিক উত্তর : খ. নির্মলেন্দু গুণ ৫৬। বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর কোথায় অবস্থিত? ক. ঢাকা খ মহাস্থানগড় গ. সোনারগাঁ ঘ. ময়নামতি সঠিক উত্তর : খ মহাস্থানগড় ৫৭। 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' এই মামলা থেকে ১৯৬৯ সালে নিম্নের কোন তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেন? ক. ২২ এপ্রিল খ. ২২ জানুয়ারি গ. ২২ মার্চ ঘ. ২২ ফেব্রম্নয়ারি সঠিক উত্তর : ঘ. ২২ ফেব্রম্নয়ারি ৫৮। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 'কালের যাত্রা' নাটকটি নিম্নের কাকে উৎসর্গ করেন? ক. সুভাষ চন্দ্র বসু খ. লোকেন্দ্রনাথ পালিত গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর : গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ৫৯। ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী? ক. বিজয় কেতন খ. স্বাধীনতা কেতন গ. স্বাধীন সুন্দর ঘ. বিজয় বাংলা সঠিক উত্তর : ক. বিজয় কেতন ৬০। সর্ব প্রথম কোন বিদেশি মিশনে বাংলাদেশ পতাকা উত্তোলিত হয়? ক. দিলিস্ন খ. কলকাতা গ. লন্ডন ঘ. কাঠমান্ডু সঠিক উত্তর : খ. কলকাতা ৬১। স্বাধীনতা যুদ্ধের জন্য 'বীর প্রতীক' উপাধী পায় কতজন? ক. ৪২৬ খ. ৭ গ. ৬৮ ঘ. ১৭৫ সঠিক উত্তর : ক. ৪২৬ ৬২। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? ক. পাহাড়পুর খ. সোনারগাঁও গ. ময়নামতি ঘ. ঢাকা সঠিক উত্তর : খ. সোনারগাঁও ৬৩। 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির স্থপতি কে? ক. শামীম শিকদার খ. নিতুন কুন্ডু গ. হামিদুজ্জামান ঘ. মৃণাল হক সঠিক উত্তর : খ. নিতুন কুন্ডু