নবম-দশম শ্রেণির পড়াশোনা (জীববিজ্ঞান)

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো। অধ্যায়- ২ ৪২। মেরুদন্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের টিসু্য থাকে? উত্তর : সিলিয়াযুক্ত ৪৩। ফাইবারের গায়ে যে ছিদ্র থাকে তাকে কী বলে? উত্তর : কূপ ৪৪। পাটের আঁশকে কোন ধরনের ফাইবার বলে? উত্তর : বাস্ট ফাইবার প্রাণীদেহে ভিত্তিপর্দার ৪৫। প্রাণীদেহে ভিত্তিপর্দার ওপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল টিসু্য কত প্রকার? উত্তর : ৩ প্রকার ৪৬। রক্তের তরল অংশে কত ভাগ পানি থাকে? উত্তর : ৯১-৯২% ৪৭। মায়োফাইব্রিল কোন কোষে থাকে? উত্তর : পেশিকোষে ৪৮। রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশে কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে? উত্তর : ৮-৯% ৪৯। একটি আদর্শ নিউরনের কয়টি অংশ? উত্তর : ৩টি ৫০। নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বাহিত হতে কী অপরিহার্য? উত্তর : সিন্যাপস ৫১। একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে? উত্তর : ১টি ৫২। কানেকটিভ টিসু্য গঠন ও কাজের ভিত্তিতে কয় প্রকার? উত্তর : ৩ প্রকার ৫৩। পরপর দুটো নিউরন যে স্নায়ুসন্ধি গঠন করে তাতে কী বলে? উত্তর : সিন্যাপস ৫৪। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? উত্তর : হৃদপেশি কোষে ৫৫। পরিপাকতন্ত্রের প্রধান অংশ কয়টি? উত্তর : ২টি ৫৬। রেচন কাকে বলে? উত্তর : দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশনকে রেচন বলে। ৫৭। অবস্থানভেদে মানবদেহে কয় ধরনের অঙ্গ আছে? উত্তর : ২ ধরনের ৫৮। অঙ্গ কাকে বলে? উত্তর : একাধিক টিসু্য নির্দিষ্ট কাজ সম্পাদন করলে তাকে অঙ্গ বলে। অধ্যায়-৩ ১। জীবদেহের গঠন ও কাজের একক কী? উত্তর : কোষ ২। জীবদেহে কোষ বিভাজন কয় প্রকার? উত্তর : তিন ৩। জাইগোট বার বার বিভাজিত হয়ে কী উৎপন্ন হয়? উত্তর : অসংখ্য কোষ ৪। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষের সংখ্যা কত? উত্তর : ২