বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সাধারণজ্ঞান)

প্রিয় শিক্ষার্থী, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
৬৪। 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি'- গানটির শিল্পী কে? ক. আপেল মাহমুদ খ. সৈয়দ আবদুল হাদী গ. আব্দুল জব্বার ঘ. রুনা লায়লা সঠিক উত্তর : ক. আপেল মাহমুদ ৬৫। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? ক. ১৯টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১১টি সঠিক উত্তর : ঘ. ১১টি ৬৬। রবিঠাকুরের 'আমার সোনার বাংলা' কবিতার কতটুকু বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে? ক. শেষ ১০ চরণ খ. প্রথম ১০ চরণ গ. দ্বিতীয় ১০ চরণ ঘ. প্রথম ১২ চরণ সঠিক উত্তর : খ. প্রথম ১০ চরণ ৬৭। বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ কয়জন বিচারপতি নিয়ে গঠিত হয়? ক. ৯ জন খ. ৭ জন গ. ৫ জন ঘ. ১১ জন সঠিক উত্তর : ঘ. ১১ জন ৬৮। হাজী মুহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? ক. রাজশাহী খ. মুর্শিদাবাদ গ. হুগলী ঘ. মেদেনীপুর সঠিক উত্তর : গ. হুগলী ৬৯। প্রথম বাঙালি মুসলমান কবি কে? ক. কায়কোবাদ খ. আলাওল গ. শাহ্‌ মু. সগীর ঘ. আবদুল হাকীম সঠিক উত্তর : গ. শাহ্‌ মু. সগীর ৭০। গ্যালাপাগোস-দ্বীপপুঞ্জ যে দেশের অন্তর্ভুক্ত সেই দেশের রাজধানীর নাম কি? ক. কারাকাস খ. সান্টিয়াগো গ. লাপাজ ঘ. কিটো সঠিক উত্তর : ঘ. কিটো ৭১। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য কতজন বিডিআর সদস্য বীরশ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : ক. ২ ৭২। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা গ্রন্থ? ক. মুক্তি খ. রাখালী গ. হিন্দু মেলার উপহার ঘ. বনফুল সঠিক উত্তর : ঘ. বনফুল ৭৩। শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল মৃতু্যবরণ করেন- ক. ৫ সেপ্টেম্বর ১৯৭০ খ. ৮ এপ্রিল ১৯৭০ ২০ এপ্রিল ১৯৭১ ঘ. ২০ আগস্ট ১৯৭১ সঠিক উত্তর : খ. ৮ এপ্রিল ১৯৭০