জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
বিচার বিভাগের সর্বোচ্চ কেন্দ্র -
অধ্যায়-৭ ৫৩. সংসদ সদস্যের মোট সংখ্যার কত অংশের ভোটে সংবিধান সংশোধন করা যায়? ক. দুই-তৃতীয়াংশ খ. এক-তৃতীয়াংশ গ. এক-চতুর্থাংশ ঘ. এক-পঞ্চমাংশ সঠিক উত্তর : ক. দুই-তৃতীয়াংশ ৫৪. মানুষ মৌলিক অধিকারপ্রাপ্ত হয়- ক. পরিশ্রমের মাধ্যমে খ. জন্মগতভাবে গ. বংশানুক্রমিকভাবে ঘ. রাজনৈতিকভাবে সঠিক উত্তর : খ. জন্মগতভাবে ৫৫. সংবিধানে সমাজতন্ত্রকে মূলনীতি করার লক্ষ্য হলো- র. সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা রর . শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা ররর. ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা নিচের কোনটি সঠিক? ক. রর খ. ররর গ. র ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৫৬. গণতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি করার লক্ষ্য হলো- র. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা রর. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের হস্তক্ষেপ নিশ্চিত করা ররর. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের বাড়াবাড়ি নিশ্চিত করা নিচের কোনটি সঠিক? ক. রর খ. ররর গ. র ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র ৫৭. সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার- ক. পবিত্র দলিল খ. পবিত্র গ্রন্থ গ. পবিত্র সংবিধান ঘ. পবিত্র প্রমাণ সঠিক উত্তর : ক. পবিত্র দলিল ৫৮. রাষ্ট্রের মূল চালিকাশক্তি কী? ক. জনগণ খ. সরকার গ. সুশীল সমাজ ঘ. সংবাদপত্র সঠিক উত্তর : খ. সরকার ৫৯। বর্তমানে দেশে মোট পৌরসভার সংখ্যা- ক. ৩১৬টি খ. ৩১৫টি গ. ২১৫টি ঘ. ৪১৬টি সঠিক উত্তর : ক. ৩১৬টি ৬০. সরকারের শাসনকাজ পরিচালিত হয় কোথা থেকে? ক. সচিবালয় থেকে খ. মন্ত্রণালয় থেকে গ. সংসদ ভবন থেকে ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সঠিক উত্তর : ক. সচিবালয় থেকে ৬১. বাংলাদেশ সরকারের বিচার বিভাগের সর্বোচ্চ কেন্দ্র কোনটি? ক. দেওয়ানি আদালত খ. জজকোর্ট গ. সুপ্রিম কোর্ট ঘ. ফৌজদারি আদালত সঠিক উত্তর : গ. সুপ্রিম কোর্ট ৬২. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? ক. ঐক্য ও সংহতি খ. মমত্ববোধ গ. ভ্রাতৃত্ববোধ ঘ. ধর্মীয় ঐক্য সঠিক উত্তর : ক. ঐক্য ও সংহতি ৬৩. সংবিধানের ১৫তম সংশোধনীতে রাষ্ট্রীয় মূলনীতির সংখ্যা কত? ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭ সঠিক উত্তর : ক. ৪ ৬৪. জাতীয় সংসদ বলতে কী বোঝায়? ক. শাসন বিভাগ খ. বিচার বিভাগ গ. আইন বিভাগ ঘ. শিক্ষা বিভাগ সঠিক উত্তর : গ. আইন বিভাগ ৬৫. বাংলাদেশ সরকারের আইন বিভাগের আরেক নাম কী? ক. জাতীয় সংসদ খ. সংসদ ভবন গ. সচিব ঘ. মন্ত্রণালয় সঠিক উত্তর : ক. জাতীয় সংসদ ৬৬. বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট? ক. এক খ. দুই গ. তিন ঘ. চার সঠিক উত্তর : ক. এক ৬৭. বাংলাদেশের আইনসভা মোট কতজন সদস্য নিয়ে গঠিত? ক. ৩০০ খ. ৩৪৫ গ. ৩৫০ ঘ. ৩৫১ সঠিক উত্তর : গ. ৩৫০ ৬৮. সংরক্ষিত আসনে মহিলা সদস্যরা কীভাবে নির্বাচিত হন- র. পরোক্ষভাবে নির্বাচিত হন রর. সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হন ররর. সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হন নিচের কোনটি সঠিক? ক. রর খ. ররর গ. র ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র