৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

বাংলা ১ম পত্র

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
পিরামিডের দেশ বলা হয় -
নীলনদ আর পিরামিডের দেশ ১। কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? ক. সুদান খ. সৌদি আরব গ. ইরান ঘ. মিসর সঠিক উত্তর: ঘ. মিসর ২। 'ক্যারাভান' শব্দটির অর্থ কী? ক. কাফেলা খ. গাড়ি গ. উড়োজাহাজ ঘ. মেলা সঠিক উত্তর: ক. কাফেলা ৩। লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছাল কখন? ক. সন্ধ্যায় খ. বিকেলে গ. সকালে ঘ. ভোরে সঠিক উত্তর: ক. সন্ধ্যায় ৪। সন্ধ্যার দিকে লেখকদের জাহাজ কোথায় পৌঁছাল? ক. চট্টগ্রাম বন্দরে খ. সুয়েজ বন্দরে গ. করাচি বন্দরে ঘ. কানিকট বন্দরে সঠিক উত্তর: খ. সুয়েজ বন্দরে ৫। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কোনটি বেগুনি রং ধারণ করল বলে লেখক উলেস্নখ করেছেন? ক. সুয়েজ বন্দর খ. সুয়েজ খাল গ. ভূমধ্যসাগর ঘ. নীলাকাশ সঠিক উত্তর: ঘ. নীলাকাশ ৬। লেখকের বর্ণনায় ঘন নীলাকাশের সঙ্গে কোন রং মিলে বেগুনি রং ধারণ করল? ক. সবুজ খ. হলুদ গ. কালো ঘ. লাল সঠিক উত্তর: ঘ. লাল