প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
খরাপীড়িত অঞ্চলে বায়ুর প্রবণতা -
অধ্যায় ৬ প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের ফলে খরাপীড়িত অঞ্চলে বায়ুর প্রবণতা -। উত্তর : উত্তপ্ত হয় প্রশ্ন : বাংলাদেশের - বেশির ভাগ মানুষ বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। উত্তর : উত্তরাঞ্চলের প্রশ্ন : খরার কারণে - ডায়রিয়া, হাম, ইনফ্লুয়েঞ্জা, আমাশয়সহ নানা রোগ দেখা দেয়। উত্তর : জ্বর প্রশ্ন : ভূমিকম্পের সময় - বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হয়। উত্তর : কাঠের টেবিল অধ্যায় ৭ প্রশ্ন : মানবাধিকার - জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। উত্তর : বেঁচে থাকার প্রশ্ন : জাতিসংঘে মানবাধিকারসংক্রান্ত ঘোষণাপত্রটি অনুমোদন লাভ করে -। উত্তর : ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর প্রশ্ন :মানবাধিকার - ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে। উত্তর : মানুষের জীবনকে প্রশ্ন :সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য - প্রয়োজন। উত্তর : মানবাধিকারের বাস্তবায়ন প্রশ্ন :আমাদের সমাজে - খাদ্য, মজুরি, চাকরির ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য করা হয়। উত্তর : শিক্ষা প্রশ্ন : মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের - অংশগ্রহণ করা উচিত উত্তর : বিভিন্ন কাজে অধ্যায় ৮ প্রশ্ন : নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও - রয়েছে। উত্তর : কর্তব্য প্রশ্ন : আইন অমান্য করলে - ভোগ করতে হয়। উত্তর : শাস্তি প্রশ্ন : নাগরিকদের রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য নিয়মিত - দেয়া উচিত। উত্তর : কর প্রশ্ন : আমাদের দেশে নাগরিকরা - বছর বয়স হলে ভোট দিতে পারে। উত্তর : ১৮ প্রশ্ন : দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের - ও যোগ্য ব্যক্তিকে ভোট দেয়া উচিত। উত্তর : সৎ প্রশ্ন : সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা - দায়িত্ব। উত্তর : প্রত্যেক মা-বাবার প্রশ্ন :- দুর্ঘটনার অন্যতম কারণ -। উত্তর : অসাবধানে পথচলা প্রশ্ন :দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে এবং রাস্তায় চলার নিয়মগুলো মেনে চলার - করতে হবে। উত্তর : অভ্যাস প্রশ্ন : রাস্তা পারাপারের - ব্যবহার করা উচিত। উত্তর : ফুটওভার ব্রিজ