নবম-দশম শ্রেণির পড়াশোনা জীববিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো। অধ্যায়-৩ ২৮। 'ঠ' আকৃতির ক্রোমোজোমকে কী বলে? উত্তর : মেটাসেন্ট্রিক ২৯। কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? উত্তর : প্রো-মেটাফেজ ৩০। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কী? উত্তর : ঔ ৩১। কোন পর্যায়ে নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে? উত্তর : টেলাফেজ ৩২। 'ও' এর মতো আকার ধারণকারী ক্রোমোজোমগুলোকে কী বলে? উত্তর : টেলাসেন্ট্রিক ৩৩। অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলোর আকার কেমন? উত্তর : ঠ, খ, ঔ আকারের ৩৪। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোম সর্বাধিক খাটো ও মোটা হয়? উত্তর : মেটাফেজ ৩৫। কোন ধাপে অপত্য ক্রোমোসোমগুলো পানি শোষণ করে সরু ও লম্বা হয়? উত্তর : টেলাফেজ ৩৬। কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে? উত্তর : ইন্টারফেজ ৩৭। জীবদেহে ক্ষতস্থান পূরণ করতে কোন কোষ বিভাজন ভূমিকা রাখে? উত্তর : মাইটোসিস ৩৮। অ্যানাফেজ পর্যায়ের সেন্ট্রোমিয়ার কত ভাগে বিভক্ত? উত্তর : ২ ভাগে ৩৯। কোন পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে? উত্তর : টেলাফেজ ৪০। অ্যানাফেজ মাইটোসিসের কততম পর্যায়? উত্তর : ৪র্থ ৪১। মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? উত্তর : মেটাফেজ ৪২। মস্তিষ্কের কোন অংশ দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে? উত্তর : সেরিবেলাম ৪৩। কোন পর্যায়ে সেন্ট্রামিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? উত্তর : মেটাফেজ ৪৪। কোষ বিভাজনের কোন পর্যায়ে বিকর্ষণ শুরু হয়? উত্তর : মেটাফেজ ৪৫। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে? উত্তর : মিয়োসিস ৪৬। মিয়োসিস কোষ বিভাজনে প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোজোম থাকে? উত্তর : ২৩টি ৪৭। সরল বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু করে? উত্তর : জাইগোট ৪৮। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? উত্তর : মেটাফেজ ৪৯। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কী হয়? উত্তর : ক্যান্সার ৫০। অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডকে কী বলে? উত্তর : অপত্য ক্রোমোজোম