৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা বাংলা ১ম পত্র

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
মরুভূমির চন্দ্রালোক
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। নীলনদ আর পিরামিডের দেশ ৭। মরুভূমিতে কোন দৃশ্যটি লেখকের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে? ক. সুদানিদের বিচরণ খ. সুয়েজ বন্দরের দৃশ্য গ. আকাশের রঙ পরিবর্তন ঘ. মরুভূমির চন্দ্রালোক সঠিক উত্তর: ঘ. মরুভূমির চন্দ্রালোক ৮। কত মাইল পেরিয়ে ঠান্ডা হাওয়া আসছে বলে লেখক তাঁর রচনায় উলেস্নখ করেছেন? ক. ১০০ মাইল খ. ৯০ মাইল গ. ৮০ মাইল ঘ. ৭০ মাইল সঠিক উত্তর : ক. ১০০ মাইল ৯। সূর্য কোথায় অস্ত গেল বলে লেখক 'নীলনদ আর পিরামিডের দেশ' রচনায় উলেস্নখ করেছেন? ক. মরুভূমির পেছনে খ. মরুভূমির সামনে গ. সুদানের রাস্তায় ঘ. মিসরের রাস্তায় সঠিক উত্তর: ক. মরুভূমির পেছনে ১০। লেখকের বর্ণনায় সূর্যরশ্মি কোথায় প্রতিফলিত হচ্ছিল? ক. তরল জলে খ. সোনালি বালিতে গ. সাগরে ঘ. নদীতে সঠিক উত্তর: খ. সোনালি বালিতে ১১। সোনালি বালিতে প্রতিফলিত হয়ে সূর্যরশ্মি কোথায় হানা দিচ্ছিল? ক. সুদানের মরুভূমিতে খ. তরল জলে গ. সোনালি বালিতে ঘ. আকাশের বুকে সঠিক উত্তর: ঘ. আকাশের বুকে ১২। লেখকের দেখা মরুভূমিতে প্রতিফলিত সূর্যরশ্মি কিসের রং বদল করছিল? ক. মরুভূমির খ. আকাশের গ. সাগরের ঘ. পাহাড়ের সঠিক উত্তর: খ. আকাশের