বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি - সাধারণজ্ঞান

প্রিয় শিক্ষার্থী, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
৮৫। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কবে? ক. ২৬ মার্চ খ. ১৬ ডিসেম্বর ১৯৭১ গ. ৪ ফেব্রম্নয়ারি ১৯৭২ ঘ. ৪ মার্চ ১৯৭২ সঠিক উত্তর : ঘ. ৪ মার্চ ১৯৭২ ৮৬। বঙ্গ-ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন? ক. মি. বার্ড খ. সম্রাট আকবর গ. লর্ড ক্যানিং ঘ. সম্রাট শাহজাহান সঠিক উত্তর : খ. সম্রাট আকবর ৮৭। বিশ্বে সবেচেয় বেশি আয়ুর দেশ কোনটি? ক. যুক্তরাষ্ট্র খ. জাপান গ. সুইডেন ঘ. সুইজারল্যান্ড সঠিক উত্তর : খ. জাপান ৮৮। হোয়াংহো নদী কোথায় অবস্থিত? ক. চীন খ. ভিয়েতনাম গ. জাপান ঘ. কোরিয়া সঠিক উত্তর : ক. চীন ৮৯। আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি? ক. ভারত খ. প্রশান্ত গ. আটলান্টিক ঘ. উত্তর সঠিক উত্তর : খ. প্রশান্ত ৯০। কে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? ক. বরার্ট হুক খ. এডওয়ার্ড গ. পাস্তুর ঘ. সেবিন সঠিক উত্তর : গ. পাস্তুর ৯১। নিচের কোনটি ভিটামিন সি-এর অভাবজনিত রোগ? ক. রাতকানা খ. স্কার্ভি গ. মুখে ঘা ঘ. রক্তে জমাট না বাধা সঠিক উত্তর : খ. স্কার্ভি ৯২। মিসরের সভ্যতা কত হাজার বছরের পুরনো? ক. ৫ খ. ৭ গ. ৮ ঘ. ৬ সঠিক উত্তর : ক. ৫ ৯৩। কে প্রথম প্রাদেশিক শিক্ষা সম্মেলনে (১৯০১ সালে) বাংলা ভাষাকে জাতীয় পর্যায়ে স্বীকার করার আহ্বান জানান? ক. মাওলানা আকরাম খাঁ খ. সৈয়দ নওয়াব আলী চৌধুরী গ. ড. মুহম্মদ শহীদুলস্নাহ ঘ. এএসএম নূরুল ভুঁইয়া সঠিক উত্তর : ক. মাওলানা আকরাম খাঁ ৯৪। ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ প্রকল্পের প্রারম্ভের জন্য কোন তথ্যটি সঠিক নয়? ক. ১৯৭৬ সালে খ. চট্টগ্রামের জোবরা গ্রামে গ. ৬০ জন সদস্য নিয়ে ঘ. প্রত্যেককে নিজ পকেট থেকে ১০০ টাকা করে ঋণ দিয়ে সঠিক উত্তর : প্রত্যেককে নিজ পকেট থেকে ১০০ টাকা করে ঋণ দিয়ে ৯৫। বাংলাদেশের কোন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লন্ডনের স্টকমার্কেটে প্রবেশাধিকার রয়েছে? ক. সুয়ার খ. অপসোনিন গ. বেক্সিমকো ঘ. একমি সঠিক উত্তর : গ. বেক্সিমকো ৯৬। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? ক. চীনের পার্লামেন্টের নাম কংগ্রেস খ. পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ গ. ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর : ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়