চবির সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ বছর পূর্তি উৎসব আয়োজিত রজতজয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর দুদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিকে সামনে রেখে এই রেজিস্ট্রেশন শুরু হয়। বিভাগের সভাপতি মো. আবুল কালাম আজাদ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল রজতজয়ন্তী মিলনমেলাকে সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়েছেন। রজতজয়ন্তী উদযাপন পরিষদের প্রচারণা সমন্বয়ক, বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী ও বিভাগের সাবেক শিক্ষার্থী চুয়েটের জনসংযোগ কর্মকর্তা রাশেদ পারভেজ যুক্ত বিবৃতিতে জানান, এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বিভাগের সব সাবেক শিক্ষার্থীরা স্বপরিবারে রেজিস্ট্রেশন করতে পারবে। বিভাগের ওয়েবসাইট িি.িঢ়ড়ৎরংড়ৎ.পড়স/ৎবম ওয়েবসাইটে অনলাইনে বর্তমান শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা এবং সাবেক শিক্ষার্থীদের জন্য দেড় হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাবেক শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীর জন্য অংশগ্রহণ ফি এক হাজার টাকা এবং তিন বছরের বেশি বয়স্ক শিশুদের জন্য ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩১ আগস্ট নগরীতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।