বাকৃবিতে সিম্পোজিয়াম

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ১৩ সেপ্টেম্বর আয়োজিত সিম্পোজিয়ামে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের পরিচালক শামসুল আরেফিন খালেদ। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের চতুর্থবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে 'পোল্ট্রি প্যাথলজি ফিল্ড ট্রিপ: হ্যান্ডস অন প্রাকটিস অ্যান্ড ডিজেজ ইনভেস্টিগেশন' শীর্ষক ওই সিম্পোজিয়ামের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্যাথলোজি বিভাগ। সিম্পোজিয়ামে প্যাথলোজি বিভাগের প্রধান ড. মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমদ, ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এবং প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।