জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
ভূ-পৃষ্ঠের নিকটবর্তী বায়ু স্তর-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো অধ্যায় ৮ ১৭. রেফ্রিজারেটর কোন গ্যাসটি উৎপাদন করে? ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. মিথেন ঘ. গ্রিনহাউস সঠিক উত্তর : ঘ. গ্রিনহাউস ১৮. ভূ-পৃষ্ঠের নিকটবর্তী বায়ু স্তর কোনটি? ক. ওজোন স্তর খ. আয়নস্ফিয়ার গ. ট্রপোস্ফিয়ার ঘ. প্রথম স্তর সঠিক উত্তর : গ. ট্রপোস্ফিয়ার ১৯. সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত কিমি? ক. ১২ কিমি খ. ১১ কিমি গ. ১০ কিমি ঘ. ৯ কিমি সঠিক উত্তর : ক. ১২ কিমি ২০. ওজোন স্তর ভূ-পৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃৃত? ক. ৩৫ কিমি খ. ৩০ কিমি গ. ২৫ কিমি ঘ. ২০ কিমি সঠিক উত্তর : ঘ. ২০ কিমি ২১. ওজোন স্তর কীভাবে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে? ক. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে খ. সূর্যের অতিবেগুনি রশ্মি ছড়িয়ে দিয়ে গ. সূর্যের থেকে আলো নিয়ে ঘ. সূর্যকে আলো দিয়ে সহযোগিতা করে সঠিক উত্তর : ক. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ২২. ওজোন স্তর ক্ষতির কারণে ভূ-পৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে? ক. দুই ভাগ খ. তিন ভাগ গ. চার ভাগ ঘ. পাঁচ ভাগ সঠিক উত্তর : ঘ. পাঁচ ভাগ ২৩। বিশ্বের উন্নত দেশগুলো কীভাবে পরিবেশ নষ্ট করছে? র. অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে রর. পারমাণবিক চুলিস্ন ব্যবহার করে ররর. শিল্প-কারখানা বর্জ্য ও কালো ধোঁয়া নির্গত করে নিচের কোনটি সঠিক? ক. র ও ররর খ. র, রর ও ররর গ. র ও রর ঘ. র সঠিক উত্তর : খ. র, রর ও ররর ২৪। পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? ক. পাহাড়কে খ. বনকে গ. প্রণালিকে ঘ. মহাসমুদ্রকে সঠিক উত্তর : ঘ. মহাসমুদ্রকে ২৫। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক. প্রশান্ত মহাসাগর খ. নদী গ. খাল-বিল ঘ. মহাসমুদ্র সঠিক উত্তর : ঘ. মহাসমুদ্র ২৬। পরিবেশ দূষণের পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হলো- ক. বন উজাড়করণ খ. নদী ভরাট হওয়া গ. লোকসংখ্যা বেড়ে যাওয়া ঘ. রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহার সঠিক উত্তর : ক. বন উজাড়করণ ২৭। সবুজ উদ্ভিদ বাতাস থেকে কী গ্রহণ করে? ক. অক্সিজেন খ. কার্বন ডাইঅক্সাইড গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন সঠিক উত্তর : খ. কার্বন ডাইঅক্সাইড ২৮। সবুজ উদ্ভিদ আমাদের জন্য কী ত্যাগ করে? ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. কার্বন ডাইঅক্সাইড ঘ. নাইট্রাস অক্সাইড সঠিক উত্তর : ক. অক্সিজেন ২৯। বায়ুমন্ডলে ওজোন স্তর ক্ষতিকারী সিএফসি গ্যাস অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো- ক. মানুষ বেড়ে যাওয়া খ. বন উজাড়করণ গ. অপরিকল্পিত আবাসন ঘ. বননীতি না থাকা সঠিক উত্তর : খ. বন উজাড়করণ ৩০। বর্তমান বিশ্বে ব্যাপকভাবে কী গড়ে উঠছে? ক. বনায়ন খ. পরিবেশ সচেতনতা গ. নগর ঘ. বনায়ন ও নগরায়ণ সঠিক উত্তর : গ. নগর