৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা (বাংলা ১ম পত্র)

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
বেদুইনদের কাছে কোনটি প্রিয়?
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। নীলনদ আর পিরামিডের দেশ ১৩। লেখক মরুভূমিতে প্রবেশ করার সময় কোনটি নিষ্প্রভ হয়ে আসছিল? ক. বিজলি বাতি খ. মরুভূমির শহর গ. সুয়েজ বন্দর ঘ. নীলনদ সঠিক উত্তর: ক. বিজলি বাতি ১৪। লেখকের বর্ণনায় মন্দমধুর ঠান্ডা হাওয়া কোথা থেকে আসছিল? ক. পিরামিডের পাহাড় থেকে খ. নীলনদ থেকে গ. ভূমধ্যসাগর থেকে ঘ. সুয়েজ বন্দর থেকে সঠিক উত্তর: গ. ভূমধ্যসাগর থেকে ১৫। 'সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলের মাঝখানে দেখা যায় না'- এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে? ক. মরুভূমির সূর্যোদয় খ. মরুভূমির ওপর চন্দ্রালোক গ. সুয়েজ বন্দরের দৃশ্য ঘ. আকাশের রঙ পরিবর্তন সঠিক উত্তর: খ. মরুভূমির ওপর চন্দ্রালোক ১৬। কায়রোতে যাওয়ার সময় কোন ব্যাপারটি লেখকের কাছে ভুতুড়ে বলে মনে হয়? ক. মরুভূমির সূর্যোলোক খ. মরুভূমির ওপর চন্দ্রালোক গ. সুয়েজ বন্দরের দৃশ্য ঘ. আকাশের রঙ পরিবর্তন সঠিক উত্তর: খ. মরুভূমির ওপর চন্দ্রালোক ১৭। জ্বলজ্বলে সবুজ আলো দুটি কোথা থেকে আসছিল? ক. নারীর চোখ থেকে খ. মোটরগাড়ি থেকে গ. উটের ক্যারাভান থেকে ঘ. ভূতের চোখ থেকে সঠিক উত্তর : গ. উটের ক্যারাভান থেকে ১৮। বেদুইনদের কাছে কোনটি প্রিয়? ক. খচ্চর খ. মরুভূমি গ. উট ঘ. পুত্র সঠিক উত্তর: গ. উট তোলপাড় ১। 'তোলপাড়' গল্পে বুড়ো লোকটির সঙ্গের মেয়ে তিনটি কে? ক. বুড়োর অপরিচিত খ. বুড়োর আত্মীয় গ. বুড়োর পুত্রবধূ ঘ. বুড়োর মেয়ে সঠিক উত্তর: গ. বুড়োর পুত্রবধূ ২। 'তোলপাড়' গল্পে বুড়ো লোকটির পরিবার অস্থির ছিল - ক. মিলিটারির ভয়ে খ. অসুস্থতায় গ. ক্লান্তিতে ঘ. পিপাসায় সঠিক উত্তর: ঘ. পিপাসায়