নবম-দশম শ্রেণির পড়াশোনা (জীববিজ্ঞান)

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
সালোকসংশ্লেষণ
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো। অধ্যায় ৪ ৯। শর্করার ইংরেজি নাম কী? উত্তর : কার্বোহাইড্রেট ১০। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে? উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ১১। সালোকসংশ্লেষণ ঘটনের স্থান কোন টিসু্য? উত্তর : প্যারেনকাইমা ১২। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি? উত্তর : ৪টি ১৩। পানিতে কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে? উত্তর : ০.৩% ১৪। সালোকসংশ্লেষণের সময় অউচ কী গ্রহণ করে? উত্তর : সৌরশক্তি ১৫। অঞচ এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি সৌরশক্তি আবদ্ধ হয়? উত্তর : ৭৩০০ ক্যালরি ১৬। স্যার হ্যান্‌স কে ছিলেন? উত্তর : প্রাণরসায়নবিদ ১৭। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্যশক্তি ব্যবহার করে? উত্তর : জৈব রসায়ন ১৮। অউচ ক্লোরোফিল ও সৌরশক্তির উপস্থিতিতে কী উৎপন্ন করে? উত্তর : অঞচ ১৯। কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি? উত্তর : জলজ উদ্ভিদের ২০।বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? উত্তর : ০.০৩% ২১। অঞচ ভেঙে কী উৎপন্ন হয়? উত্তর : অউচ ২২। কোন চক্র সবুজ উদ্ভিদে কার্বন ডাই-অক্সাইড বিজারণের গতিপথ নয়? উত্তর : ওয়াটসন ও ক্রিক চক্র